#ভোপাল: একদিকে মধ্যপ্রদেশ জুড়ে বেটি বাঁচাও, বেটি পড়াও-এর স্লোগান ৷ আর অন্যদিকে মধ্যপ্রদেশেরই গুনা জেলার হিলগনা গ্রামের এক মহিলা ছেলে হওয়ার আশায় বার বার চেষ্টা করে ১০টি মেয়ের মা হলেন ! আর এই ঘটনায় একেবারেই খুশি নয়, রামবাঈ ও তাঁর স্বামী ৷ বরং ১০ টি মেয়ে জন্মানোর পর খেদ উগড়ে দিলেন সবার সামনে ৷
সম্প্রতি ১০ নম্বর মেয়ের জন্ম দিলেন রামবাঈ ৷ রামবাঈয়ের বড় ও মেজ মেয়ের অবশ্য বিয়ে হয়ে গিয়েছে৷ রামবাঈ স্পষ্টই জানিয়েছে, ‘আমাদের ছেলে চাই ৷ আর সে চেষ্টাতেই বার বার মেয়ে জন্ম হয়৷’
রামবাঈয়ের স্বামী সামান্য চাষী ৷ অর্থভাব রয়েছে সংসারে ৷ তার মধ্যে পর পর সন্তানের জন্ম হওয়ায় বিপদে পড়েছেন এই দম্পত্তি ৷ বংশকে রক্ষা করার জন্য ছেলের আশায়, এখন সংসারে সদস্য বেড়েই চলেছে ৷