corona virus btn
corona virus btn
Loading

ভরা ক্লাসরুমেই ঠোঁটে ঠোঁট... প্রেমিকাকে জড়িয়ে ধরে উত্তাল আদর গুজরাতের ছাত্রের

ভরা ক্লাসরুমেই ঠোঁটে ঠোঁট... প্রেমিকাকে জড়িয়ে ধরে উত্তাল আদর গুজরাতের ছাত্রের
representative image

চুমুর দৃশ্যের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ

  • Share this:

#গুজরাত: প্রেম যে স্থান-কাল-পাত্র মানে না, তা ঠিকই... তারউপর বয়স যদি কম হয়, তাহলে তো সোনায় সোহাগা... রক্ত গরম, মনের অনিভূতি নিয়মের বেড়াজাল টপকে যায়! কিন্তু তাই বলে এক্কেবারে ক্লাসরুমের ভিতরেই প্রেমিকাকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে চুমু ? একটু বেশি-ই লাগামহীন হয়ে পড়ল গুজরাতের গোধরার এক স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া। প্রেমিকাকে চুমু খাওয়ার সেই ভিডিও এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ভরা ক্লাসরুমে বসে উত্তাল চুমুতে মত্ত যুবক-যুবতী। তাঁরা চুম্বনে এতটাই মগ্ন যে, তাঁদের ভিডিও  শ্যুট করা হচ্ছে, সেটাও টের পায়নি! ভিডিওটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। দেখুন সেই ভিডিও--

ঘটনাটি গুজরাতের গোধরার মোরভা হাদফ এলাকার কুরশিকার স্কুলের। স্কুলের অন্যান্য পড়ুয়াদের থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই সেই স্কুলেরই একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল দ্বাদশ শ্রেণির এই 'রোমিও' ছাত্র। প্রেম বাঁধল না কোনও বাঁধা, ভরা ক্লাসরুমেই চুম্বনে মাতলেন কপোত-কপোতি।

Published by: Rukmini Mazumder
First published: January 31, 2020, 9:09 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर