• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • গুজরাতে ১৭ বছরের গর্ভবতী মেয়েকে ৫০ হাজার টাকায় বিক্রি করল খোদ বাবা-মা !

গুজরাতে ১৭ বছরের গর্ভবতী মেয়েকে ৫০ হাজার টাকায় বিক্রি করল খোদ বাবা-মা !

representative image

representative image

১৭ বছরের গর্ভবতী মেয়েকে বিক্রি করে দিল খোদ বাবা-মা! অমানবিক, নৃশংস, ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল গুজরাতের ভদোদরার শিনোর তালুক

 • Share this:

  #ভদোদরা: ১৭ বছরের গর্ভবতী মেয়েকে বিক্রি করে দিল খোদ বাবা-মা! অমানবিক, নৃশংস, ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল গুজরাতের ভদোদরার শিনোর তালুক। পুলিশ কিশোরীর বাবা-মা ও প্রেমিককে গ্রেফতার করেছে। নিয়ম মেনে, গ্রেফতারের পর তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

  জানা যায়, প্রেমিক বাসবের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন করতেন কিশোরী। বাবা-মা এই বিষয়টা জানতও। কিন্তু কিশোরী গর্ভবতী হয়ে পড়লে বাবা-মা তার দায়িত্ব নিধে বেঁকে বসে। আর তখনই ৫০ হাজার টাকার বিনিময়ে ওই প্রেমিককেই মেয়ের কাস্টডি দিয়ে দেয় বাবা। মেয়েটি এই গোটা বিষয় জানত, কিন্তু মুখ খোলেনি কারণ বাসবকে সে খুবই ভালবাসত! তার সঙ্গে থাকতে পারবে ভেবেই খুশি ছিল মেয়েটি। কিন্ত এরপরই ঘটে ছন্দপতন! কিছুদিন পর কিশোরীকে বাবা-মায়ের কাছে ফিরে যেতে বলে প্রেমিক। এদিকে তারা তো মেয়েটিকে আর নেবে না, বাধ্য হয়েই ১ জুন পুলিশের দ্বারস্থ হয় কিশোরী। আর তখনই পুরো বিষয়টি সামনে আসে।

  পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীর এক আত্মীয় তার বাবাকে বলে, '' অনেক কম টাকায় মেয়েকে বিক্রি করা হয়েছে। যেহেতু সে নাবালিকা, তাই কমপক্ষে দাম হওয়া উচিৎ ছিল ৫ লক্ষ টাকা।''  এরপরই কিশোরীর বাবা বাসবের কাছে বেশি টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করে বাসব এবং মেয়েটিকে ফিরে যেতে বলে।

  Published by:Rukmini Mazumder
  First published: