corona virus btn
corona virus btn
Loading

কত জোরে ? কতক্ষণ ? কতটা গন্ধযুক্ত ? গুজরাতে পুরস্কৃত হবেন 'সেরা বাতকর্ম'কারী

কত জোরে ? কতক্ষণ ? কতটা গন্ধযুক্ত ? গুজরাতে পুরস্কৃত হবেন 'সেরা বাতকর্ম'কারী
  • Share this:

#গুজরাত: যদি ভাবেন ভারতে সবথেকে উদ্ভট ঘটনা ঘটে গিয়েছে, তবে নিজেকে শুধরান! এখনও বাকি! গুজরাতে অনুষ্ঠিত হতে চলেছে এমনই এক ইভেন্ট যা এক কথায় অকল্পনীয়!

সুরাটে আয়োজিত হচ্ছে এক অভিনব প্রতিযোগিতা... 'বাতকর্ম'র প্রতিযোগিতা! নাহ! ভুল শোনেননি! দেশের প্রথম 'ফার্ট কম্পিটিশন'--' WTF - What the fart'! কী করতে হবে এই কম্পিটিশনে ? সবচেয়ে বেশি জোরে, বহুক্ষণ ধরে ও জোরালোভাবে এই 'কর্ম'টি করতে হবে! সেই ভিত্তিতে দেওয়া হবে 'ভারতের সেরা ফারটিস্ট'-এর শিরোপা!

শুধু যে অনেকক্ষণ ধরে এই কর্ম চালাতে হবে তা নয়, প্রতিযোগিতার বিজ্ঞাপনে জানানো হয়েছে দেশের সেরা 'ফার্টিস্ট' হতে গেলে, গন্ধের জোরও থাকতে হবে! আর তার নিরিখে হবে বিচার। তবে, সময় মিলবে ৬০ সেকেন্ড!

আগামী ২২ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে এই 'ফার্ট কম্পিটিশন'। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন মূল্য ১০০ টাকা। আয়োজকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২০০ জন রেজিস্ট্রেশন করেছেন। ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় শুরু হবে প্রতিযোগিতা। বিজয়ী পাবেন ট্রফি, পাশাপাশি ৫০০০ ও ১৫০০০ নগদ টাকা দেওয়ারও তোড়জোর করা হচ্ছে।

First published: September 17, 2019, 1:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर