• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ‘মাথা গরম হয়ে গিয়েছিল তাই..’ প্রকাশ্যে মহিলাকে লাথি মেরে সাফাই বিজেপি বিধায়কের!

‘মাথা গরম হয়ে গিয়েছিল তাই..’ প্রকাশ্যে মহিলাকে লাথি মেরে সাফাই বিজেপি বিধায়কের!

 • Share this:

  #গুজরাত: জনসমক্ষে এক মহিলাকে লাথি মারার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৷ অভিযুক্ত বিজেপি বিধায়ক বলরাম তাওয়ানি ৷ বিজেপি বিধায়কের সেই নৃশংস আচরণের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷

  গুজরাতে অবস্থানরত মহিলাকে লাথি বিজেপি বিধায়কের। গুজরাতের নারদার বিধায়ক বলরাম তাওয়ানির অফিসে জলের দাবিতে ধর্ণায় বসেছিলেন এক মহিলা। সেখানেই তাঁকে লাথি মারেন বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় লাথি মারার ভিডিও ভাইরাল হয়ে যায়।

  পরে সমালোচনার মুখে পড়ে মহিলার কাছে ক্ষমা চাইলেন বিজেপি বিধায়ক। বলেন, ‘আমার ভুল হয়েছে স্বীকার করছি কিন্তু এটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল না ৷’

  নির্যাতিত এনসিপি সমর্থক তেজওয়ানির অভিযোগ, ওই বিজেপি বিধায়ক ছাড়াও আরও এক বিজেপি কর্মীও তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তিনি বলেছেন, শুধু লাথি নয়, বলরাম তাওয়ানি তাঁকে থাপ্পড়ও মেরেছেন ৷

  First published: