#আহমেদাবাদ: নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সদস্য সন্দেহে দুই জনকে আটক করল গুজরাত অ্যান্টি-টেরর স্কোয়াড ৷ ধৃতেরা সম্পর্কে একে অপরের ভাই ৷
গুজরাত ATS-এর দাবি, ভারতে সন্ত্রাস চালানোর কাজে আইসিস-কে সাহায্য করছিল এই দুইজন ৷ সেই পরিকল্পনা করেই এদেশে তাদের আগমন ৷ ধৃত দুই ISIS কর্মীর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ মেলার পরই এদিন রাজকোট ও ভাবানগর থেকে দুই যুবককে আটক করে ATS ৷ ধৃতদের নাম ওয়াসিম ও নাথিন ৷
তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের এই দুই সদস্য গত কয়েকদিন ধরে রাসায়নিক বিস্ফোরণ সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল ৷ ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট সিপি আইকে ভাট জানিয়েছেন, বড়সড় কোনও বিস্ফোরণ বা হামলা চালানোর ছক কষছিল তারা ৷ অবশেষে গুজরাত ATS-এর সক্রিয়তায় সেই পরিকল্পনা ব্যর্থ ৷
ATS সূত্রে খবর, এদের কাছে থেকে বহু গুরুত্বপূর্ণ কিছু নথি, মোবাইল ফোন, ভিডিও রেকর্ডার উদ্ধার করা হয়েছে ৷ যার থেকে এটা প্রমাণিত যে, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট অফ ইরাক এবং সিরিয়ার সঙ্গে তাদের সরাসরি যোগসূত্র ছিল ৷
উল্লেখ্য, শনিবারই আইসিস-এর কবল থেকে মুক্তিপ্রাপ্ত ভারতীয় চিকিত্সক রামমূর্তি কোসানামাই তাঁর বয়ানে দাবি করেছিলেন, ভারত বহুদিন ধরেই ISIS নিশানায়৷ ভারতকে দখল করা ইসলামিক গোষ্ঠীর পরবর্তী লক্ষ্য ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gujarat, Gujarat ATS, ISIS Agent, ISIS Link, ISIS member Arrested