Photo Courtesy: ANI
#ভদোদরা: সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা গুজরাতের ভদোদরায় ৷ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা ১৭ ৷ তাদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷
Gujarat: Nine people died, 17 injured in a collision between two trucks, at Waghodia Crossing Highway in Vadodara earlier this morning. The injured admitted to a hospital where they are undergoing treatment. https://t.co/z5HkSPfIo8 pic.twitter.com/kEdPcAkp98
— ANI (@ANI) November 18, 2020
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ভদোদরায় একটি ক্রসিংয়ের কাছে দু’দিক থেকে আসা দুটি ট্রাকের এদিন মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ট্রাকটিতে ড্রাইভার এবং তার সহকারি ছাড়াও আরও বেশ কয়েকজন যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে ৷ সুরাত থেকে তাঁরা ট্রাকে উঠেছিলেন ৷ প্রচণ্ড জোরে দুটি ট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি থেকে রাস্তায় ছিটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী ৷ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকজনের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এরপর আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে ৷
Saddened by the accident in Vadodara. My thoughts are with those who lost their loved ones. Praying that the injured recover soon. The administration is providing all possible assistance at the site of the accident.
— Narendra Modi (@narendramodi) November 18, 2020
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তিনি জানিয়েছেন, ভদোদরার দুর্ঘটনার খবরে তিনি মর্মাহত। প্রশাসনের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ ট্যুইট করে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gujarat, Road Accident