GST লাগু হওয়ার পর কোন কোন পণ্য ও পরিষেবার দামে বিপুল পরিবর্তন আসবে দেখে নিন

Elina Datta | News18 Bangla
Updated:Jun 26, 2017 08:38 PM IST
GST লাগু হওয়ার পর কোন কোন পণ্য ও পরিষেবার দামে বিপুল পরিবর্তন আসবে দেখে নিন
Elina Datta | News18 Bangla
Updated:Jun 26, 2017 08:38 PM IST

#কলকাতা: ৩০ জুন-১ জুলাই মধ্যরাত থেকে লাগু হতে চলেছে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST ৷ ৩০ জুন-১ জুলাই মধ্যরাত থেকেই কার্যকর হবে এক দেশ এক নীতি ৷ সাত দশকের পুরনো অর্থনীতির খোলনলচে পরিবর্তিত হয়ে তৈরি হবে নয়া অর্থনৈতিক কাঠামো ৷

জিএসটি-র ক্ষেত্রে চারটি ট্যাক্স স্ল্যাবে যাবতীয় পণ্য ও পরিষেবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ কর স্ল্যাবগুলি হল- ৫%, ১২%, ১৮% ও ২৮% ৷ এর ফলে বিভিন্ন পণ্য ও পরিষেবার দাম পরিবর্তিত হতে চলেছে ৷ জিএসটির লাগু হওয়ার পর বেশ কিছু পণ্য ও পরিষেবার দাম অনেক কমবে ৷ তেমনি প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম বাড়ছে ৷

আসুন দেখে নিই কোন জিনিসের বর্তমান দাম কী এবং GST চালুর পর পরিবর্তিত দাম কি হতে চলেছে,

বিমানের ইকোনমি ক্লাসের খরচ-

বতর্মানে কর- ৬%

Loading...

GST-এর পর আরোপিত কর- ৫%

প্রসেসড খাবার-

বর্তমানে আরোপিত কর- ১৫%

GST-এর পর আরোপিত কর- ৫%

হাজার টাকা কম রুম ট্যারিফের হোটেল

বর্তমানে আরোপিত কর- ২২%

GST-এর পর আরোপিত কর- ১২%

নন-এসি রেস্তোরাঁ

বর্তমানে আরোপিত কর- ২২%

GST-এর পর আরোপিত কর- ১২%

ব্র্যান্ডেড গুডস

বর্তমানে আরোপিত কর- ২৩%

GST-এর পর আরোপিত কর- ১৮%

প্রসাধনী দ্রব্য

বর্তমানে আরোপিত কর- ২৪-২৮%

GST-এর পর আরোপিত কর- ১৮%

ছোট গাড়ি

বর্তমানে আরোপিত কর- ৩০.২%

GST-এর পর আরোপিত কর- ২৮%+ সেস

বড় গাড়ি

বর্তমানে আরোপিত কর- ৪৯%

GST-এর পর আরোপিত কর- ২৮%

অন্যদিকে, খরচা বাড়বে

চা, কফি এবং মশলা-

বর্তমানে আরোপিত কর- ৩-৪%

GST-এর পর আরোপিত কর- ৫%

বিমানের বিজনেস ক্লাসের খরচ-

বর্তমানে আরোপিত কর- ৯%

GST-এর পর আরোপিত কর- ১২%

বিমার প্রিমিয়াম

বর্তমানে আরোপিত কর- ১৫%

GST-এর পর আরোপিত কর- ১৮%

মোবাইলের খরচ (প্রিপেড-পোস্টপেড)

বর্তমানে আরোপিত কর- ১৫%

GST-এর পর আরোপিত কর- ১৮%

পাঁচতারা হোটেল

বর্তমানে আরোপিত কর- ২২%

GST-এর পর আরোপিত কর- ২৮%

নরম পানীয়

বর্তমানে আরোপিত কর- <২৮%

GST-এর পর আরোপিত কর- ২৮%

সিগারেট

বর্তমানে আরোপিত কর- ৩৯-৪২%

GST-এর পর আরোপিত কর- ২৮%+ ৫% সেস

বাড়ির প্রয়োজনীয় ইলেকট্রনিক্স যন্ত্র

বর্তমানে আরোপিত কর- ২৩-২৮%

GST-এর পর আরোপিত কর- ২৮%

সিমেন্ট

বর্তমানে আরোপিত কর- ২৪-২৫%

GST-এর পর আরোপিত কর- ২৮%

First published: 08:38:19 PM Jun 26, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर