corona virus btn
corona virus btn
Loading

৭০ বছরের এমন ঘটনা ভারতে এই প্রথম

৭০ বছরের এমন ঘটনা ভারতে এই প্রথম

৭০ বছরের এমন ঘটনা ভারতে এই প্রথম

  • Share this:

#নয়াদিল্লি: ৭০ বছরে প্রথমবার ঘটবে এমন ঘটনা ৷ ৩০ জুন মধ্যরাত, এক ঘণ্টাধ্বনিতেই জন্ম নেবে নতুন ইতিহাস, সেই ঘণ্টাধ্বনিতেই যবনিকা পতন ৷ সাত দশকের পুরনো অর্থনীতির খোলনলচে পরিবর্তিত হয়ে তৈরি হবে নয়া অর্থনৈতিক কাঠামো ৷ যার মূল কথা হল এক দেশ এক অর্থনীতি ৷

১৯৪৭ সালের ১৪ অগাষ্ট এমনই এক মধ্যরাতে শুরু হয়েছিল স্বাধীন ভারতের পথচলা ৷ ঠিক তেমনি মাঝরাতে শুরু হবে ভারতের অর্থনীতির নতুন যাত্রা ৷ আবারও মধ্যরাতে বসবে সংসদ ৷ ৩০ জুলাই রাত বারোটা ও পয়লা জুলাইয়ের সন্ধিক্ষণে চালু হবে জিএসটি অর্থাৎ পণ্য পরিষেবা কর ৷ এরপর রাজ্য বিভেদে আর আলাদা হবে না কোনও কর ব্যবস্থা ৷ দেশজুড়ে একই জিনিসের একই কর আরোপ হবে ৷

৩০ জুন-১ জুলাই মধ্যরাত থেকেই কার্যকর হবে অভিন্ন কর নীতি ৷ সংসদের সেন্ট্রাল হলে পণ্য ও পরিষেবা করের আনুষ্ঠানিক সূচনা করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রীরা ৷

এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংসদ সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ বিরোধী নেতাদেরও আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে ৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন জানিয়েছেন, জিএসটি রূপায়ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও এইচ ডি দেবগৌড়া ৷

সেখানে জিএসটি সম্পর্কে বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ এই অনুষ্ঠানে পণ্য পরিষেবা কর নিয়ে সবিস্তারিত তথ্য দেওয়া হবে ৷ প্রদর্শিত হবে দুটি তথ্যচিত্র ৷

First published: June 21, 2017, 3:26 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर