জিএসটি লাগুর পর আসলে কোন কোন জিনিসের দাম কমল এবং বাড়ল দেখুন– News18 Bengali

জিএসটি লাগুর পর আসলে কোন কোন জিনিসের দাম কমল এবং বাড়ল দেখুন

Elina Datta | News18 Bangla
Updated:Jul 01, 2017 11:27 AM IST
জিএসটি লাগুর পর আসলে কোন কোন জিনিসের দাম কমল এবং বাড়ল দেখুন
Elina Datta | News18 Bangla
Updated:Jul 01, 2017 11:27 AM IST

#নয়াদিল্লি: ১৭ বছরের অপেক্ষার শেষে চালু হল এক দেশ এক কর। ১৯৪৭ সালের পর ২০১৭। ৭০ বছর পর আবারও সংসদে মধ্যরাতের অধিবেশন। আবারও রচিত ইতিহাস ৷ মধ্যরাতের অধিবেশনে সংসদের সেন্ট্রাল হলে অ্যাপের মাধ্যমে চালু হল GST অর্থাৎ Goods and Services Tax ৷

ঘড়ির কাঁটা রাত ১২ টার ঘর ছুঁতেই অ্যাপের বোতাম টিপে এক দেশ এক কর-এর যাত্রা শুরু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এরই সঙ্গে ১৭ ধরনের ট্যাক্স ও ২৩ ধরনের সেস-এর অবসান ঘটিয়ে লাগু হল GST ৷ পাঁচশোরও বেশি করের ধার ঘুচিয়ে এখন এক দেশ এক কর এক বাজার ৷

এর ফলে আলপিন থেকে বিএমডাব্লুউ, সবজি থেকে সসেজ সবের দামেই হয়েছে পরিবর্তন ৷

এক নজরে দেখে নিন,

দাম কমছে-

বিস্কুট, ওষুধ, আইসক্রিম, প্যাকেটজাত চা-কফি, ঘড়ি, চিজ, মশলা, সাবান, মাথার তেল, বাইক, টুথপেস্ট, কুকার, রেডিও ট্যাক্সি, বিমান ভাড়া (ইকনমি), কর্নফ্লেক্স, চাল, গম, ডাল, আটা, ময়দা, বেসন, দুধ, গুঁড়ো দুধ, তাজা শাকসব্জি, নুন, মুড়ি

Loading...

দাম বাড়ছে-

জীবনদায়ি ওষুধ, ভুজিয়া, ভোজ্য তেল, ডিটারজেন্ট, ক্রিম, অনলাইন কেনাকাটা, মোবাইল ফোন, মোবাইল ফোনের বিল, বিমার প্রিমিয়াম, ব্যাঙ্কিং চার্জ, ইন্টারনেট, ওয়াইফাই, ডিটিএইচ পরিষেবা, স্কুল ফি, ক্যুরিয়র পরিষেবা,মাখন, ঘি, প্যাকেটজাত মুরগির মাংস, শুকনো ফল, সিগারেট, হুকো, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ঠান্ডা পানীয়, ল্যাপটপ, কম্পিউটর, মনিটর, প্রিন্টার, ইস্ত্রি, মিক্সার গ্রাইন্ডার, জুসার, এয়ারকুলার, টিভি, রং, ছোট গাড়ি, চকোলেট, বাথরুম সামগ্রী, বিমান ভাড়া (বিজনেস), কম দামি পোশাক, কয়লা, ইস্পাত, স্যানিটারি ন্যাপকিন, রেস ক্লাবের বেটিং, ট্রেনের এসি টিকিট

দাম বাড়ছে যে জিনিসের-

ছোট গাড়ি-

বিলাসবহুল গাড়ি বা মোটারবাইকের দাম কমলেও দাম বাড়তে চলেছে ছোট গাড়ির ৷ ছোট গাড়িতে এখন ২৬-২৮ শতাংশ ট্যাক্স দিতে হয় ৷ কিন্তু জিএসটি লাগু হলে পেট্রোল গাড়িতে দিতে হবে ২৮ শতাংশ ট্যাক্স ৷ এর উপর দিতে হবে ১ % অতিরিক্ত সেস ৷ অন্যদিকে ডিজেল গাড়িতে লাগে ৩ % সেস ৷অথার্ৎ দাম বাড়তে চলেছে অল্টো, সেলেরিয়ো, ব্যালেনো হুন্ডাই i10 ও i20-দাম ৷ ছোট ডিজেল গাড়িতে ট্যাক্স লাগবে ২১ শতাংশ ৷ অথার্ৎ দাম বেড়ে যাবে Maruti Suzuki Desire, TATA Tigor গাড়িগুলির ৷

চা, কফি ও মশলা

জিএসটি লাগু হলে দাম বাড়বে চা, কফি ও মশলার ৷ এই জিনিসগুলিতে এবার থেকে ৫ শতাংশ জিএসটি দিতে হবে ৷ বর্তমানে যাতে ৩-৪ শতাংশ ট্যাক্স দিতে হয় ৷

গ্যামলিং ও ক্যাসিনো

যারা গ্যামলিং ও ক্যাসিনো খেলতে ভালোবাসেন তাদের আগের থেকে এখন অনেক বেশি ট্যাক্স দিতে হবে ৷ গ্যামলিঙে জিএসটি লাগু হওয়ার পর দিতে হবে ২৮ শতাংশ ট্যাক্স ৷

TV, AC, WASHING MACHINE

পয়লা জুলাই থেকে জিএসটি লাগু হওয়ার পর থেকে এসি, টিভি ও ওয়াশিং মেশিন কিন্ত দিতে হবে বেশি টাকা ৷ কারণ আগের থেকে এই সমস্ত প্রোডাক্টে দিতে হবে বেশি ট্যাক্স ৷

সাবান ও টুথপেস্ট সস্তা হলেও শ্যাম্প ও পারফিউমের দাম বাড়তে চলেছে ৷

মেটাল ও কংস্ট্রাকশন

জিএসটির জেরে মাইনিং ও সিমেন্টের দাম বাড়তে চলেছে ৷

তামাক ও লাক্সারি গুডস

টোব্যাকো, লাক্সারি গুডসেও দিতে হবে বাড়তি ট্যাক্স ৷ এখন থেকে এই পণ্যগুলির জন্য দিতে হবে ২৮ শতাংশ ট্যাক্স ৷

টেলিফোন বিল

টেলিফোন বিলের ১৫ শতাংশের বদলে দিতে হবে ১৮ শতাংশ ট্যাক্স ৷ অথার্ৎ এবার থেকে বেশি টেলিফোন বিল দেওয়ার জন্য তৈরি থাকুন ৷

রেল টিকিট

পয়লা জুলাই থেকে জিএসটির কারণে ফার্স্ট,সেকেন্ড ও থার্ড এসি-র টিকিটের দাম বাড়তে চলেছে ৷

ব্যাঙ্কিং পরিষেবা

ব্যাঙ্কিং পরিষেবাতে দিতে হবে ১৮ শতাংশ জিএসটি লাগু হবে ৷ এখন ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে দিতে হয় ১৫ শতাংশ জিএসটি ৷ এবার থেকে ডিমান্ড ড্রাফ্ট, ফান্ড ট্রান্সফারে বেশি টাকা দিতে হবে ৷

সস্তা হচ্ছে যে জিনিস-

টু উইলার, SUV ও বিলাসবহুল গাড়ি

টু উইলারের ট্যাক্স কমতে চলেছে ৷ মোটর সাইকেল ও স্কুটারে এতদিন ৩০ শতাংশ ট্যাক্স দিতে হত ৷ কিন্তু এবার তাতে ২৮ % জিএসটি লাগু হবে ৷ অন্যদিকে বিলাসবহুল গাড়ি যাতে আগে ৪৪.৫ শতংশ কর দিতে হত তাতে এখন দিতে হবে ৪৩.৫ শতামশ জিএসটি ৷

হোটেল-

যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য সুখবর ৷ কারণ হোটেলে এখন ১৮ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷ ৫০০০ টাকার বেশি টাকার রুমে লাগবে ২৮ % জিএসটি ৷ ১০০০ টাকার কম ট্যারিফ যে হোটলের সেগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে ৷ বর্তমানে হোটেলে ২২% ট্যাক্স লাগে, রেস্তোরাঁয় লাগে ২২ শতাংশ ৷ তবে এবার থেকে হোটেল ও রেস্তোরায় লাগবে ১৮ শতাংশ জিএসটি ৷

পার্সোনাল কেয়ার -

নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন সাবান, তেল টুথপেস্ট জিএসটির কারণে সস্তা হতে চলেছে ৷ এই সমস্ত জিনিসে ১৮ শতাংশ জিএসটি লাগু হবে যা বর্তমানে ২৪-২৮ % ৷

ব্র্যান্ডেড জিনিস-

জিএসটি লাগু হলে সস্তা হতে চলেছে ব্র্যান্ডেড জিনিস ৷ বর্তমানে ২৩-২৪ শতাংশ ট্যাক্স যেখানে লাগে সেখানে লাগবে ১৮ শতাংশ জিএসটি ৷

বিমান যাত্রা-

ইকোনমি ক্লাসে বিমান যাত্রা একটু হলেও সস্তা হবে ৷ কারন ৫ শতাংশ ট্যাক্সের বদলে দিতে হবে ৫.৬ % জিএসটি ৷ কিন্তু বিজনেস ক্লাসের দাম বাড়তে চলেছে ৷

স্মার্টফোন-

জিএসটি লাগু হলে সস্তা হতে চলেছে স্মার্টফোন ৷ এই মুহূর্তে স্মার্টফোনে দিতে হয় ১৩.৫% ট্যাক্স ৷ জিএসটি লাগু হলে দিতে হবে ১২ শতাংশ ৷

First published: 11:27:29 AM Jul 01, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर