Home /News /national /
বন্দুক থেকে প্রকাশ্যেই বর গুলি ছুড়ছে আকাশে! ভিডিও ভাইরাল, গ্রেফতার যুবক

বন্দুক থেকে প্রকাশ্যেই বর গুলি ছুড়ছে আকাশে! ভিডিও ভাইরাল, গ্রেফতার যুবক

প্রতীকী চিত্র ।

প্রতীকী চিত্র ।

ভিডিওতে স্পষ্ট, ঘোড়ার উপর বসে বর বাতাসে ছুড়ে দিলেন গুলি। হাতে একটি দেশি শটগান। নিমেষে সেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায় ।

  • Last Updated :
  • Share this:

#মিরাট: ‘বারাত’ আসছে ব্যান্ড বাজিয়ে, সঙ্গে বাজির ফুলঝুরি, এমন দৃশ্য তো দেখাই যায়। কিন্তু বিয়ের আনন্দে একেবারে বন্দুকবাজি! তাও আবার শুধু বরযাত্রীরা নয়, বিয়ের আনন্দ উপভোগ করতে ঘোড়ায় বসে বন্দুক চালাচ্ছেন খোদ বর। এমন ভয়ানক ব্যাপার! অস্ত্র-শস্ত্র নিয়ে এ বার বিয়ে করতে যেতে হচ্ছে! সম্প্রতি এই বিপজ্জনক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তার জেরেই, পুলিশ গ্রেফতার করেছে এই বর বাবাজি-কে। সদ্য বিবাহিত এই যুবককে গ্রেফতার করা হয়েছে উত্তর প্রদেশের শামলি থেকে। পাঠানো হয়েছে জেলেও।

ভিডিওতে স্পষ্ট, ঘোড়ার উপর বসে বর বাতাসে ছুড়ে দিলেন গুলি। হাতে একটি দেশি শটগান। যদিও বিয়ে হয়ে গিয়েছে গত ২৪ নভেম্বর। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ঘুরতে শুরু করে প্রায় এক মাস পর, ২২ ডিসেম্বর থেকে। ভাইরালও হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। মঙ্গলবার পুলিশের নজরে আসে এমন কান্ড। ভিডিও-র সূত্র ধরেই, এফআইআর রেজিস্টার করা হয় তাঁর নামে। এরপর স্থানীয় পুলিশ ওই যুবককে শনাক্ত করে, গ্রেফতার করে শামলি থেকে।

পুলিশ জানিয়েছে, ইন্ডিয়ান পিনাল কোডের ২৮৬ নং ধারায় গ্রেফতার করা হয়েছে এই অবৈধ অস্ত্রধারী বরকে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে মামলায়, যোগ করা হয়েছে আর্মস অ্যাক্ট-এর বেশ কয়েকটি ধারা। শামলি থানার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বলেন, “অবৈধ অস্ত্র হাতে নিয়ে বর গুলি ছুড়ছে আকাশে, এই ভিডিও শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এই বিপজ্জনক ঘটনার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।”

Published by:Antara Dey
First published:

Tags: Crime, Viral Video