corona virus btn
corona virus btn
Loading

করোনা ভাইরাসের জের, স্ট্রেস কমাতে বলিউডি গানে তুমুল নাচ মহিলার, ভিডিও ভাইরাল

করোনা ভাইরাসের জের, স্ট্রেস কমাতে বলিউডি গানে তুমুল নাচ মহিলার, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমন এক ভিডিও যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায় ৷

  • Share this:

#বার্লিন: করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব তটস্থ ৷ করোনার হাত থেকে বাঁচতে বেশিরভাগ দেশের, বেশিরভাগ মানুষ গৃহবন্দি ৷ স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বন্ধ শপিং মল, সিনেমা হল ৷ বহু মানুষই অফিসের কাজ করছেন বাড়িতে বসে ৷ তবে কাজ করলেও, করোনা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ৷

ঠিক এরকমই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমন এক ভিডিও যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায় ৷ ভিডিওটি ইতিমধ্যেই লক্ষ শেয়ার হয়েছে ৷ নেটিজেনরা বলছেন এই ভিডিও তো একেবারে ভাইরাল !

তা কী রয়েছে ভিডিওতে?

ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গ্রিসের এক মহিলা, যিনি কর্মসূত্রে থাকেন জার্মানিতে, তিনি হঠাৎই অফিসের মধ্যেই নেচে উঠলেন মাধুরী দীক্ষিতের জনপ্রিয় গান ‘এক দো তিন’-এর সঙ্গে ৷ এই মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তারই এক সহকর্মী৷ তিনি লিখলেন, ‘করোনা স্ট্রেস থেকে বাঁচতে বলিউডি দাওয়াই !’

এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছে যে তা চোখে পড়েছে মাধুরী দীক্ষিতেরও ৷ তিনিও লাইক করেছেন এই মহিলার ভিডিও ৷

আপনিও দেখে নিন সেই ভিডিও--

Published by: Akash Misra
First published: March 18, 2020, 1:00 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर