#নয়াদিল্লি: ধুঁকছে দেশের অর্থনীতি৷ মন্দা দেশের সর্বত্র ৷ অর্থব্যবস্থার পরিস্থিতিতে উন্নতির জন্য একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ৷ ছোটখাট আয়কর ফাঁকিতে ছাড় থেকে শুরু করে আবাসন ক্ষেত্রে অসম্পূর্ণ প্রজেক্টে সম্পূর্ণ করতে ১০ হাজার কোটি টাকার সরকারি বিনিয়েগের ঘোষণা ৷ একইসঙ্গে রপ্তানি বাড়াতে এক্সপোর্ট ডিউটিতে কাঁটছাঁট ও জিএসটি রিটার্নেও সংস্কারের বড় ঘোষণা ৷
অর্থব্যবস্থাকে চাঙ্গা করতে এই নিয়ে শনিবার তৃতীয় সাংবাদিক বৈঠক করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ এদিন সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বাড়ি কেনার জরুরি ফান্ডের জন্য স্পেশাল উইন্ডো বানানো হবে ৷ NPA নয় এবং NCLT (জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনাল)-র অধীনস্থ নেই এমন অসম্পূর্ণ আবাসন প্রকল্পগুলি সম্পূর্ণ করতে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সরকার ৷ এছাড়া এই ফান্ডের অধিকাংশ কেন্দ্রীয় সরকারের দান হলেও এতে কিছু বিনিয়োগ বহিরাগতদেরও থাকবে ৷ এই হাউজিং ফান্ডে বিনিয়োগ করবে LIC, NIIF-ও। প্রধানমন্ত্রীর আবাসন যোজনার আওতায় থাকা ক্রেতাদের জন্য External Commercial Borrowing গাইডলাইনও শিথিল করার ঘোষণা ৷
নির্মলা সীতারামন বলেন, ‘অর্থনীতির উন্নতির জন্য একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ এতে দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ও শিল্পে উৎপাদনও বাড়বে ৷’ যদিও খাদ্যদ্রব্যের দাম ক্রমাগত বেড়ে চলার কারণে অগস্টেই মুদ্রাস্ফীতি ৩.১৫ শতাংশ থেকে ৩.২১ শতাংশে দাঁড়িয়েছে ৷