#নয়াদিল্লি: পেনশন পেতে গেলে এখন আর বাধ্যতামূলক নয় আধার কার্ড ৷ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য এই নয়া নিয়ম জারি করল কেন্দ্র ৷
মঙ্গলবার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, প্রবীণ নাগরিকদের অনেক সময়েই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো থাকে না ৷ যার জেরে পেনশন তুলতে সমস্যায় পড়েন তারা ৷ সেই কারণেই এই সমস্যার সমাধানের জন্যই আধার কার্ড নিয়ে এই নয়া নিয়ম জারি করল কেন্দ্র ৷
একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের প্রবীণ কর্মচারীদের পেনশন দেওয়ার জন্য আধার কার্ড কখনই বাধ্যতামূলক হতে পারে না ৷
সমীক্ষা বলছে, দেশে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সংখ্যা ৪৮.৪১ লাখ ৷ যেখানে ৬১.৭১ লাখ প্রবীণ নাগরিক কেন্দ্রের কাছ থেকে পেনশন পান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar card, Central government, UIDAI