ইম্ফল: আরও ঘোরালো হচ্ছে মণিপুরের পরিস্থিতি৷ শান্তি ফেরাতে এ বার কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিলেন মণিপুরের রাজ্যপাল৷ বৃহস্পতিবার মণিপুরের রাজ্যপালের তরফ থেকে দেখা মাত্র গুলি করার নির্দেশ (শ্যুট অ্যাট সাইট) দেওয়া হল৷ গত ৩ মে মণিপুরে একটি আদিবাসী সংগঠনের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়িয়ে পড়ে৷ সেই ঘটনার জেরে হিংসাত্মক ঘটনা শুরু হয়৷ তাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে৷
মণিপুর রাজ্যপালের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট, সাব-ডিভিশনাল অফিসার ও সমস্ত একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও স্পেশাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের এই নির্দেশ দেওয়া হয়েছে৷
I am deeply concerned about the situation in Manipur. It is not the time for politics. Politics & elections can wait but our beautiful state Manipur has to be protected first. Thus I urge the Prime Minister & Home Minister to first take care of Manipur, restore peace there. I…
— Mamata Banerjee (@MamataOfficial) May 4, 2023
সেখানে বলা হয়েছে, ‘চরম কোনও পরিস্থিতে, যখন বোঝানো, সতর্ক করা ও কম ফোর্সে ব্যবহার কাজে আসবে না, তখন ভারতীয় আইন সিআরপিসি, ১৯৭৩-এর আওতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারলে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হল৷’
আরও পড়ুন, সোনা-রুপো কেনার কি এখনই সেরা সময়? চট করে জানুন আজকের দর
আরও পড়ুন, পুরীতে মারাত্মক দুর্ঘটনা! সমুদ্রে নামতেই এ কী বিপদ, আতঙ্কিত পর্যটকরাও
এখনও পর্যন্ত ৫ কলাম সেনা ও অসম রাইফেলের সেনা মণিপুরে মোতায়েন করা হয়েছে৷ ১৪ কলম সেনা আপাতত স্ট্যান্ড বাই রাখা হয়েছে৷ এখনও পর্যন্ত ৯ হাজার মানুষকে উপদ্রুত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে৷ তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে৷ আরও অনেক মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে বলে খোঁজ মিলেছে৷ বুধবার ‘ট্রাইবাল সলিডারিটি মার্চ’ নােম একটি কর্মসূচিকে কেন্দ্র করে চুরচন্দপুরে দফায়-দফায় সংঘর্ষ শুরু হয়৷
সেই দিনের কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন৷ সেই সময়ই আদিবাসী ও অ-আদিবাসীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়৷ সেই হিংসা ছড়িয়ে পড়ার ঘটনার পর, মণিপুরের আট জেলায় ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে৷ পাশাপাশি বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা৷ আগামী পাঁচদিন বন্ধ থাকবে এই ইন্টারনেট পরিষেবা৷
ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেছেন, ‘আমি মণিপুরের ঘটনা নিয়ে উদ্বিগ্ন৷ এটা রাজনীতির সময় নয়৷ নির্বাচন ও রাজনীতি অপেক্ষা করতে পারে, কিন্তু আমাদের সুন্দরী মণিপুরকে আগে নিরাপদে রাখতে হবে৷ আমি সেই কারণে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Manipur