হোম /খবর /দেশ /
অমিত শাহের সঙ্গে মুখোমুখি রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বৈঠকে কী নিয়ে আলোচনা?

Amit Shah | C V Anand Bose: অমিত শাহের সঙ্গে মুখোমুখি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বৈঠকে কী নিয়ে আলোচনা?

শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। ট্যুইট করে সাক্ষাতের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই।

  • Share this:

নয়াদিল্লি: দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যপাল এবং অমিত শাহের এই বৈঠক ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে কলকাতার রজনৈতিক মহলে। ক'দিন আগেই বকেয়া ডিএ নিয়ে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল। তাঁদের আশ্বাসও দিয়েছিলেন। সমর্থন জানিয়েছিলেন ট্যুইটে। তা নিয়ে শোরগোলও কম হয়নি। তাই রাজনৈতিক মহলের একাংশের ধারণা, শাহী বৈঠকে ডিএ ইস্যু নিয়ে কথা বলে থাকতে পারেন রাজ্যপাল। পাশাপাশি, এ রাজ্যের আইনঙ্খলা পরিস্থিতি নিয়ে সামগ্রিক রিপোর্টও পেশ করতে পারেন।

শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। ট্যুইট করে সাক্ষাতের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই। উল্লেখ্য, গত মাসেও দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল। সে বার তিনি বৈঠক করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে। উল্লেখযোগ্য ভাবে, তার পর থেকেই নানা বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন: অক্সিজেন মাস্ক পরে ঘুমোতে হচ্ছে রাতে! হঠাৎই কী হল অনুব্রত মণ্ডলের..

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাজ্যপাল দেখা করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে। তারপর, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ।

আরও পড়ুন: বদলির জন্য আবেদন করেছেন? বাড়তে পারে চিন্তা, দেখুন কী বললেন শিক্ষামন্ত্রী..

প্রসঙ্গত, উল্লেখ্য, ডিএ ইস্যুতে বেশ কয়েক সপ্তাহ ধরে উত্তাল রাজ্য রাজনীতি। ডিএ-র দাবিতে বিক্ষোভে শামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। স্কুল শিক্ষকদের একাংশও একই দাবিতে সরব। এর মধ্যেই চলছে নিয়োগ দুর্নীতির তদন্ত। সেই তদন্ত যত এগোচ্ছে, তত নতুন নাম সামনে আসছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এই সকল বিষয় নিয়েই রাজ্য রাজনীতি এখন সরগরম।

রাজীব চক্রবর্তী

Published by:Satabdi Adhikary
First published: