#নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক করতে রবিবারই দিল্লি রওনা হন রাজ্যপাল৷ এ দিন প্রধানমন্ত্রীকে ঘটনার রিপোর্টও দেন কেশরীনাথ ত্রিপাঠী৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল জানান, 'পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে৷ রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে৷ পরিস্থিতি বিস্তারিত জানিয়েছি৷ পশ্চিমবঙ্গ নিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট জমা দিয়েছি৷'
সন্দেশখালির হিংসার ঘটনায় রাজ্যের কাছে তথ্য চেয়ে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও সেই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে অপমান করেছে কেন্দ্র, জানান পার্থ তৃমমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যকে অশান্ত করে তুলতেই অ্যাডভাইজারি নোট পাঠিয়েছে কেন্দ্র।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।