#নয়াদিল্লি: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে ফের রাজ্যপাল জগদীপ ধনখড়ের মুখে শোনা গেল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা ৷ অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এদিন বৈঠকে তাঁর কী কথা হয়েছে, তা রাজ্যপাল জানাতে নারাজ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এদিন প্রায় এক ঘন্টারও বেশি সময় বৈঠক করেন। যদিও বৈঠকে রাষ্ট্রপতি শাসন নিয়ে কোনও আলোচনা হয়েছে নাকি সেই প্রসঙ্গ কার্যত উড়িয়ে দেন ধনখড়।এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি কথা হয়েছে বা মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে কী কথা হয়েছে তা আমি আপনাদের কেন বলব৷’
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, এ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। রাজনৈতিক হিংসা ও মৃত্যু দিন দিন বাড়ছে। মুখ্যমন্ত্রীকে বিষয়টি বারবার জানিয়েও কোন লাভ হয়নি ৷’ রাজ্য বোমা কারখানা উদ্ধার নিয়েও সরকারকে বিঁধতে ছাড়েনি ধনখড় ৷ আঙুল তুলেছেন আমলাদের দিকেও ৷সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘অধিকাংশ আমলাই রাজনীতিকের কাজ করেন৷ মুখ্যমন্ত্রীর কোনও হেলদোল নেই ৷রাজ্যে বোমা তৈরির কারখানা বেরচ্ছে ৷ রাজ্যে আল কায়দা জঙ্গি ধরা পড়ছে ৷ সরকার কী করছে? পুলিশকর্তারা কী করছেন? প্রশাসনের কাছে জানতে চেয়ে বারবার চিঠি দিলেও উত্তর আসেনি ৷ রাজ্য সরকার কোনও প্রোটোকল মানে না ৷ ।
রাজ্যপাল অভিযোগ করেছেন, ‘রাজ্যে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকারও। ’ এই প্রসঙ্গে তিনি ১৬ দিন ধরে হাসপাতালের মর্গে পড়ে থাকা এক বিজেপি কর্মীর দেহের কথা বলেন ৷ তাঁর অভিযোগ প্রশাসনের বাধায় হাইকোর্টের রায় থাকার পরও ওই ব্যক্তির দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হচ্ছে না। ফলে দেহ সৎকারও করা যাচ্ছে না।
রাজ্যপাল জগদীপ ধনখড় জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের স্বার্থের সঙ্গে যুক্ত বেশ কিছু বিষয়, রাজ্যের আরও বিভিন্ন ইস্যু নিয়ে বিশদে কথা হয়েছে। সূত্রের খবর, রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত সহ একাধিক ইস্যু নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট দিয়েছেন ধনখড় ৷
Somraj Bandopadhyay
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagdeep Dhankhar