#নয়াদিল্লি: দেশে কিছুদিন আগেই পেঁয়াজের দাম তুমুল বেড়ে গিয়েছিল ৷ এক কেজি পেঁয়াজ কিনতেই হিমশিম খাচ্ছিলেন সাধারণ মানুষ ৷ কিন্তু পরিস্থিতি এখন বদলেছে ৷ এখন তাই বিদেশে পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার ৷ খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান বুধবার এ কথা জানিয়েছেন ৷
এদিন ট্যুইটারে তিনি বলেছেন, ‘‘ বাজারে পেঁয়াজের দাম এখন স্থির আছে। তা ছাড়া এবার ভাল ফলনও হয়েছে পেঁয়াজের। যে কারণে পেঁয়াজের রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ’’
Since the price of onion has stabilized and there is bumper onion crop, government has decided to lift ban on export of onions. Expected monthly harvest in March is over 40 lakh MT compared to 28.4 lakh MT last year.
— Ram Vilas Paswan (@irvpaswan) February 26, 2020
মজার বিষয়টি হল, ভারত বিশ্বের বৃহত্তম পেঁয়াজ রফতানিকারী দেশ ৷ কিছুদিন আগেই পেঁয়াজের দাম ১৫০ টাকা প্রতি কেজিতে পৌঁছয় ৷ দেশের মানুষই যেখানে পেঁয়াজ পাচ্ছেন না ৷ তার জন্য গত মাসে পেঁয়াজ রফতানিরই বন্ধের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু এখন পরিস্থিতি ঠিকঠাক বলে ফের রফতানি শুরু হল ৷ না হলে কৃষকরাই ঠিকঠাক দাম পাবেন না ৷ এবং তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Onion Export