হোম /খবর /দেশ /
সরকারের বড় সিদ্ধান্ত, লকডাউনে এই কাজগুলি করার জন্য মিলবে ছাড়

সরকারের বড় সিদ্ধান্ত, লকডাউনে এই কাজগুলি করার জন্য মিলবে ছাড়

১৫ এপ্রিল নয়, লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ১৫ এপ্রিল নয়, লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ৷ শনিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে এমনই  ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷  আগেও লকডাউনের সময় ছাড় দেওয়া হয়েছিল কৃষকদের ৷ এবার চাষীদের পাশাপাশি মৎসজীবিদের ছাড় দিতে চলেছে সরকার ৷ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে সমুদ্রে মাছ ধরতে যান যে মৎসজীবিরা, এবং মৎস শিল্পের সঙ্গে যারা যু্ত তাদের লকডাউনের সময় ছাড় দেওয়া হবে ৷

লকডাউনের জেরে যাতে কৃষকদের সমস্যায় পড়তে না হয় তাই ১৫ এপ্রিল থেকে গম কেনা শুরু করে দেবে রাজ্য সরকার ৷ কেন্দ্র সরকার ডাল ও তেলের বীজ কেনারও নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে ৷ কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন যে সরকার সব রকমের প্রচেষ্টা করছে যা মানুষের কোনও সমস্যা না হয় ৷

এই সময় পেঁয়াজের দাম যাতে না বাড়ে সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে ৷ কৃষকদের পেঁয়াজ যাতে শীঘ্রই মন্ডিতে পৌঁছে যায় তার ব্যবস্থা করা হচ্ছে ৷

কৃষি মন্ত্রী তোমার জানিয়েছেন রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশে সর্ষের ৯৫-৯৭ শতাংশ ফসল কেটে নেওয়া হয়েছে ৷ মধ্যপ্রদেশ রাজস্থান, তেলেঙ্গনা, মহারাষ্ট্র, বুলন্দশহর, অন্ধ্রপ্রদেশে প্রায় ৯৫ শতাংশ চানার ফসল কেটে নেওয়া হয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Corona Virus, COVID-19, Lockdown