#নয়াদিল্লি: ভারত ও ফ্রান্সের মধ্যে রাফায়েল নিয়ে কোনও চুক্তি হয়নি ৷ রাফায়েল নিয়ে ৫২০ কোটি টাকার ডিল ছিল ৷ আচমকাই সেটা বেড়ে হয়ে গেল ১৬০০ কোটি টাকার ডিল ৷ এই নিয়ে সংসদে অনাস্থা প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন রাহুল গান্ধী ৷ এবার সেই রাফায়েল চুক্তি নিয়েই আরও একবার বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলল কংগ্রেস ৷ কংগ্রেসের দাবি, রাফায়েল নিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে কেন্দ্র ৷
প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘রাফায়েল নিয়ে ভারত এবং ফ্রান্সের মধ্যে যে গোপন চুক্তি হয়েছে, সেই বিষয়টি একেবারেই মিথ্যে ৷ প্রতিটা এয়ারক্রাফ্টের দাম প্রকাশ্যে আনা উচিত কেন্দ্রের ৷’
এই বিষয়টি নিয়ে অ্যান্টনি একটি যুক্তিও খাঁড়া করেছেন ৷ বলেন, ‘রাফায়েল জেট নিয়ে হওয়া চুক্তিগুলিও কম্পট্রোলার এবং অডিট জেনারেল(ক্যাগ) এবং সংসদের পাবলিক অ্যাকাউন্ট মারফত স্ক্রুটিনি করা উচিত ৷’
আরও পড়ুন: সরকারি হোমে যৌন হেনস্থার শিকার ৪০, ধর্ষিতা ২১
অন্যদিকে, ওই সাংবাদিক সম্মেলনেও আনন্দ শর্মা দাবি করেন, ‘রাফায়েল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন দেশকে ভুলপথে চালনা করছে ৷ সংসদে এর জবাবদিহি করতে হবে সরকারকে ৷ একইসঙ্গে তিনি আরও বলেন, রাফায়েল এয়ারক্রাফ্টের দাম প্রকাশ্যে আনতে ফ্রান্সের সরকারের কোনও আপত্তি নেই ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, France, India, Narendra Modi, Pakistan, Rafale Deal