#নয়াদিল্লি: আধার কার্ডের ১২টি অনন্য নম্বর যে কোনও নাগরিকের কাছেই মূল্যবান ৷ আধারের ওই ১২টি নম্বরের মাধ্যমেই এখন নির্ধারিত হচ্ছে ভারতীয়দের পরিচয় ৷ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ আধার নম্বরকেই সর্বোচ্চ মান্যতা দিতে চাইছে কেন্দ্র ৷
সরকারি প্রকল্প সহ একের পর এক ক্ষেত্রে ইতিমধ্যেই বাধ্যতামূলক আধার কার্ড ৷ প্যান কার্ড, আয়কর রিটার্ন দাখিল করার সময় আধার নম্বর দেওয়া যেমন বাধ্যতামূলক ৷ তেমনই ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দরকার আধার ৷ ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা, বোর্ডের পরীক্ষায়, কেরোসিন ভতুর্কি থেকে পেনশন প্রতি ক্ষেত্রেই বাধ্যতামূলক আধার কার্ড ৷
তবে সম্প্রতি দেশের নাগরিকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এল ইউআইডিএআই ৷ একটি বিবৃতিতে তারা জানিয়েছে যে আধার না থাকলে জরুরি পরিষেবা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না ৷ তিনটি পরিষেবা আধার না থাকলেও দিতে বাধ্য সরকার ৷ সেই তিনটি পরিষেবা হল স্বাস্থ্য, স্কুলে ভর্তি এবং রেশন।
কয়েকদিন আগেই আধার না থাকায় হাসপাতালে ভর্তি হতে পারেননি প্রসূতি ৷ এর জেরে হাসপাতালের বাইরে প্রসব করেণ মহিলা। শুধু তাই নয় আধার না থাকার কারণে রেশন দেওয়া হয়নি ৷ এর জেরে মৃত্যু হয়েছে অনাহারেই ৷
আধার নিয়ে ধোঁয়াশা কাটাতে এবারে সরকারি ভাবে এই ঘোষণা করা হল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhar Card, Government services, UIDAI