• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • রোজ ডিম খাওয়ানোর সামর্থ্য নেই স্বামীর, প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী !

রোজ ডিম খাওয়ানোর সামর্থ্য নেই স্বামীর, প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী !

Representational Image

Representational Image

 • Share this:

  #গোরক্ষপুর: স্ত্রী-র একটাই ইচ্ছে ৷ সেটা হল খাবার পাতে রোজ ডিম চাই তাঁর ৷ কিন্তু স্বামী দিনমজুর ৷ দু’বেলা ভাত খাওয়াতেই যেখানে হিমশিম খাচ্ছেন তিনি ৷ সেখানে প্রতিদিন স্ত্রী-কে ডিম খাওয়ানোর ক্ষমতা তাঁর নেই ৷ ব্যস এইটুকু দোষেই স্বামীকে ছেড়ে নিজের প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী ৷

  ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ৷ স্বামীর সঙ্গে কামপিয়েরগঞ্জে থাকতেন ওই মহিলা ৷ দিনমজুর স্বামীর সঙ্গে ডিম খাওয়া নিয়ে ঝগড়া হয় স্ত্রী-র ৷ তারপরেই বাড়ি ছেড়ে চলে যান তিনি ৷ এরপর প্রেমিকের বাড়ি গিয়েও দেখা যায় তিনি সেখানে নেই ৷ তখনই সন্দেহ হয় বাড়ির লোকজনের ৷ স্বামী জানিয়েছেন, স্ত্রী-র জন্য রোজ ডিম আনাটা তাঁর সামর্থ্যের বাইরে ৷ এর জন্যই বাড়ি ছেড়ে পালিয়েছেন তাঁর স্ত্রী ৷

  আরও দেখুন-
  First published: