কলকাতা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পণ্য আনলোডিং-এ ৬.৭১% শতাংশ বৃদ্ধি ঘটল। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে পণ্য আনলোডিং ধারাবাহিকভাবে স্থির বৃদ্ধি পঞ্জীয়ন করে আসছে। ২০২২-২৩ আর্থিক বর্ষে ১৪৬৮০টি পণ্যবাহী রেক আনলোড করেছে। ২০২১-২২ আর্থিক বর্ষের তুলনায় এই বৃদ্ধি ৬.৭১ শতাংশ। মার্চ, ২০২৩ মাসে ১৩৫২টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্য শস্য, সার, সিমেন্ট, কয়লা, ফল-শাকসবজি, অটো, ট্যাঙ্ক কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।মার্চ, ২০২৩ সময়সীমার মধ্যে অসমে পণ্যবাহী ট্রেনের ৭৩৪টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৪১টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ১১৭টি রেক, নাগাল্যান্ডে ২২টি রেক, মণিপুরে ৭টি রেক, অরুণাচল প্রদেশে ৮টি রেক, মিজোরামে ২টি রেক আনলোড করা হয়।
এছাড়াও, সংশ্লিষ্ট মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২১৫টি পণ্য রেক ও বিহারে ২৪৭টি পণ্য রেক আনলোড করা হয়েছিল।উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় পণ্য যদি সড়ক পথে পরিবহণ করা হয় তা কার্যত সময় ও খরচ সাপেক্ষ৷
এছাড়া বিভিন্ন সময় আবহাওয়াজনিত কারণেও তা আটকে থাকে৷ অন্যদিকে আকাশ পথে পণ্য পরিবহণ অত্যন্ত ব্যয়বহুল৷ এই অবস্থায় রেল পথে পণ্য পরিবহণ অন্যতম মাধ্যম। বর্তমানে বিভিন্ন প্রান্ত থেকে এই পণ্য পরিবহণের সুবিধা রেল পথে মিলছে। ব্যতিক্রম নয় উত্তর পূর্ব ভারতের দুর্গম স্থানগুলিও৷
একাধিক জায়গায় নতুন করে পরিকাঠামো উন্নয়ন কাজ চলছে সেটা হয়ে গেলে আরও দ্রুত, আরও যোগাযোগ বাড়বে রেল পথে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণের কাজ দ্রুতগতিতে পরিচালনা করা হচ্ছে যার ফলে পণ্যবাহী ট্রাফিকের অন্তর্মুখী ও বহির্মুখী চলাচল বৃদ্ধি পেয়েছে। এর ফলে পণ্য আনলোডিং বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্য সামগ্রীর চলাচলও বৃদ্ধি পেয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways