হোম /খবর /দেশ /
ভারতীয়দের উপর নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি ও মলদ্বীপ, শুরু হচ্ছে বিমানযাত্রা

ভারতীয়দের উপর নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি ও মলদ্বীপ, শুরু হচ্ছে বিমান পরিষেবা

Photo Courtesy: Lufthansa/Facebook

Photo Courtesy: Lufthansa/Facebook

Germany and Maldives to restart flights for travellers from India: এবার ভারতীয় পর্যটকদের সে দেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি এবং মলদ্বীপ ৷

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারত থেকে ইন্টারন্যাশনাল রুটে হাতে গোনা কয়েকটি বিমান এতদিন ওঠানামা করেছে ৷ করোনা পরিস্থিতি কিছু উন্নতি হতেই ধীরে ধীরে আন্তর্জাতিক বিমানযাত্রার ছবিটাও বদলাচ্ছে ৷ এবার ভারতীয় পর্যটকদের সে দেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি এবং মলদ্বীপ ৷ শুধু ভারত নয়, করোনার ডেল্টা স্ট্রেনে বিপর্যস্ত আরও চারটি দেশ নেপাল, রাশিয়া, পর্তুগাল এবং ব্রিটেন থেকেও নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি ৷ কলকাতা, মুম্বই, দিল্লির মতো মেট্রো শহরগুলিতে ভিএফএস-এর অফিসে পর্যটকরা এবার জার্মানির ভিসার জন্য আবেদনপত্র জমা করতে পারেন ৷

জার্মানির পাশাপাশি ভারতীয় পর্যটকদের অত্যন্ত পছন্দের আরেক দেশ মলদ্বীপও এবার ভারতীয় পর্যটকদের সে দেশে যাওয়ার অনুমতি দিচ্ছে ৷ এই দুই দেশের পাশাপাশি কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া ভারতীয় পর্যটকদের জন্য সে দেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞার নিয়ম কিছুটা শিথিল করতে চলেছে কানাডাও ৷ Pfizer-BioNTech, Moderna, Astra Zeneca/Covishield, and Johnson & Johnson- কোভিডের এই ভ্যাকসিনগুলির মধ্যে কোনও একটি সংস্থার ভ্যাকসিন নেওয়া থাকলেই বিদেশযাত্রা এবার আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে ৷ কারণ ইতিমধ্যেই কানাডা এই সব ভ্যাকসিনগুলিকে অনুমোদন দিয়েছে ৷ আপাতত আগামী ২১ জুলাই পর্যন্ত ভারত-কানাডা সরাসরি বিমান পরিষেবা বন্ধ রয়েছে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Germany, Maldives