#মুম্বইতে: দেশে করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ এসেছে৷ সারা দেশে সেই আতঙ্ক হাড়ে হাড়ে ভীতি লাগিয়ে দিচ্ছে৷ একাধিক রাজ্য ভাবছে তারা লকডাউনের পথে হাঁটছে কিনা৷ এই পরিস্থিতিতে বলিউডের বিভিন্ন সিনেমা লাভের মুখ দেখছে না৷ অনেক বড় সিনেমা নিজেদের রিলিজ পিছিয়ে দিচ্ছে৷ কিন্তু এই পরিস্থিতির মধ্যেই শুধু বাজার থেকেই ইতিমধ্যেই প্রায় ৪৬ কোটি টাকা তুলে নিয়েছে Godzilla vs Kong সিনেমা৷ এরপরেও চড়চড় করে এগিয়ে চলছে এই সিনেমার আয়৷
করোনা ভাইরাস হাতি মেরা সাথী এবং সূর্যবংশী ছবির রিলিজ ডেট পিছিয়ে দেওয়া হয়েছে৷ গডজিলা ভার্সেস কং ছবির অ্যানালিস্ট তরণ আর্দশের মতানুসারে দ্বিতীয় সপ্তাহে রোজগার একটু মন্দ হয়েও ইতিমধ্যেই ৪৬.৫৮ কোটি টাকা রোজগার করে ফেলেছে৷
ফিল্মে রেবেকা হল, অলেকজেন্ডার স্কার্সগার্ড, মিলি বোবি, ব্রাউন আর ব্রায়ান হেনরি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন৷ এই ছবিটি গডজিলা -কিং অফ দ্য মন্সটার্স এবং কঙ্গ - স্কাল আইল্যান্ড-র সিকোয়াল৷ এটা কিংকং-র ১২ নম্বর ছবি৷ আর গডজিলা ছবির এটা চার নম্বর৷ এই নতুন ছবিকে প্রচুর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Hollywood