corona virus btn
corona virus btn
Loading

চিনের প্রেসিডেন্টের সঙ্গে দক্ষিণ ভারতে মোদি, ফের ট্যুইটারে ট্রেন্ডিং গো ব্যাক মোদি, পিছনে কি পাকিস্তানি ষড়যন্ত্র?

চিনের প্রেসিডেন্টের সঙ্গে দক্ষিণ ভারতে মোদি, ফের ট্যুইটারে ট্রেন্ডিং গো ব্যাক মোদি, পিছনে কি পাকিস্তানি ষড়যন্ত্র?

চিনের প্রেসিডেট শি জিংপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে থেকেই ফের ট্যুইটারে মাথা চাড়া দিয়ে উঠল গো ব্যাক মোদি হ্যাশট্যাগ ৷ দাবি, এর পিছনে রয়েছে পাকিস্তানি মদত ৷

  • Share this:

#চেন্নাই: ফের মাসখানেকের মাথায় দক্ষিণ ভারতে ট্যুইটারে ট্রেন্ড্রিং গো ব্যাক মোদি ৷ চেন্নাইয়ের মামালাপুরমে চিনের প্রেসিডেট শি জিংপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে থেকেই ফের ট্যুইটারে মাথা চাড়া দিয়ে উঠল গো ব্যাক মোদি হ্যাশট্যাগ ৷ দাবি, এর পিছনে রয়েছে পাকিস্তানি মদত ৷

ট্যুইটারে এই হ্যাশট্যাগকে সামনে এনে বিশ্বের সামনে বিপুল ভোটের সমর্থনে নির্বাচিত জননেতা ও ভারতের ভাবমূর্তি নষ্টের পাকিস্তানি অপচেষ্টা বলে সোশ্যাল মিডিয়ায় উঠেছে দাবি ৷ এর সমর্থনে বেশ কিছু পাকিস্তানি নাগরিকের ট্যুইটার হ্যান্ডেলের লিঙ্কও মিলেছে ৷ উল্লেখ্য, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৫৩ হাজার ট্যুইটে এই  #GoBackModi হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে ৷ যদিও তামিলনাড়ুর স্থানীয় কিছু মানুষও নিজেদের গণতান্ত্রিক মত ব্যক্ত করতে এই হ্যাশট্যাগ ব্যবহার করে মোদি বিরোধিতায় ট্যুইট করেছেন বলেও তথ্য সামনে এসেছে ৷ তবে এই প্রবণতার পিছনেও সক্রিয়ভাবে জড়িয়ে রয়েছে পাকিস্তান ৷ প্রতিবেশী দেশের কোনও প্রচার শাখার তত্ত্বাবধানে চলছে এই ট্যুইট উদ্যোগ বলে দাবি ৷
৩০ সেপ্টেম্বর আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাইতে এসেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুনতে হয় গো ব্যাক স্নোগান ৷ সে সময়ও সোশ্যাল মিডিয়া ভরে যায় গো ব্যাক মোদি পোস্টে ৷ pak twitter
First published: October 11, 2019, 8:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर