#নয়াদিল্লি: ফাইন্যান্সিয়াল বা ব্যাঙ্ক সংক্রান্ত কাজের ক্ষেত্রে প্যান কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ সহজেই প্যান কার্ড তৈরি করতে পারেন ৷ সম্প্রতি সরকারের তরফে এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে মাত্র ১০ মিনিটে প্যান কার্ড তৈরি করা যাবে ৷ প্যান কার্ডে ১০ ডিজিটের একটি নম্বর থাকে যেটা আয়কর বিভাগের তরফে জারি করা হয়ে থাকে ৷ দেখে নিন কোন কোন কাজের জন্য প্যান কার্ড জরুরি এবং বাড়িতে বসে কীভাবে বানিয়ে ফেলতে পারেন প্যান ৷
৫ লক্ষ টাকার বেশি সম্পত্তি কিনলে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক ৷ আয়কর বিভাগ তাদের ওয়েবসাইটে এই বিষয়ে জানিয়েছে ৷
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা বা তার বেশি ক্যাশ টাকা জমা থাকলে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক ৷ ডেবিট কার্ডে জন্য আবেদনের জন্যেও প্যান নম্বর লাগে ৷ হোটেল ও রেস্তোরাঁয় ২৫,০০০ টাকার বেশি বিল হলে দিতে হয় প্যান নম্বর ৷
জীবন বিমার প্রিমিয়ামের টাকা ৫০ হাজার টাকা বা তার বেশি হলে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক ৷ যে কোনও সংস্থার শেয়ার কেনার ক্ষেত্রেও প্যান নম্বর দিতে হয় ৷ ইনকাম ট্যাক্স ফাইল করার জন্যেও প্যান নম্বর বাধ্যতামূলক ৷ পাশাপাশি প্যান ও আধার লিঙ্ক হওয়া বাধ্যতামূলক ৷ ১ লক্ষ টাকার বেশি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কিনলে দিতে হবে প্যান নম্বর ৷
১ টাকা খরচ করে বাড়িতে বসে বানিয়ে ফেলুন প্যান কার্ড
১. ই-ফাইলিং পোর্টালে গিয়ে 'Instant PAN through Aadhaar'-এ ক্লিক করুন ৷ এরপর 'Get New PAN' সিলেক্ট করতে হবে ৷ আধার নম্বর দিতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP চলে আসবে ৷ ওটিপি ভ্যালিডেশনের পর e-PAN জারি করে দেওয়া হবে ৷
২. আবেদনকারী pdf ফর্ম্যাটে প্যান কার্ডের কপি পেয়ে যাবেন যার ওপর QR Code থাকবে ৷ এই কোডে আবেদনকারীর ডেমোগ্রাফিক ডিটেল ও ছবি থাকে ৷ আবেদন করার সময় আবেদনকারীর মোবাইলে একটি ১৫ ডিজিটের নম্বর যাবে ৷ এর মাধ্যমে e-PAN ডাউনলোড করা যাবে সহজেই ৷
৩. NSDL ও UTITSL এর মাধ্যমে প্যান কার্ড জারি করা হয়ে থাকে ৷ তবে এর জন্য আবেদনকারীদের নির্ধারিত একটি চার্জ দিতে হয় ৷ তবে আয়কর বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে প্যান কার্ড তৈরি করতে পারবেন ৷
৪. Instant PAN কার্ড তৈরি করতে খুব বেশি হলে ১০ মিনিট সময় লাগে ৷ এখনও পর্যন্ত মোট ৬.৭ লক্ষ মানুষ Instant PAN কার্ড তৈরি করেছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।