#নয়াদিল্লি: ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ (Chandra Grahan) শুরু হয়ে গেছে৷ এই গ্রহণ বিভিন্ন কারণে ভীষণ গুরুত্বপূর্ণ৷ কারণ এবারের এই চন্দ্রগ্রহণের সময়ে আকার ও রঙে পরিবর্তন হবে৷ ভারত ছাড়াও একাধিক দেশ এই সুপার ব্লাড মুনের সাক্ষী হবে৷ এই চাঁদ (Lunar Eclipse 2021) দেখা যাবে অস্ট্রেলিয়া, ওশিয়ানিয়া, আলাস্কা, কানাডা, আর দক্ষিণ আমেরিকায়৷ সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়াতেও এটি দেখা যাবে৷
ভারতে এরপরের চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বরে দেখা যাবে৷ এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে ৷ চন্দ্রউদয়ের ঠিক পরেই অরুণাচল প্রদেশ ও অসমের সূদূর পূর্বোত্তর এলাকায় খুব অল্প সময়ের জন্য আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে৷ চন্দ্রগ্রহণ -পূর্ণিমাতে হয়৷ যখন সূর্য-পৃথিবী-চন্দ্র একই সরলরেখায় থাকে৷ পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে এসে গেলে এই গ্রহণ হয়৷ এখানে দেখুন এ বছরের প্রথম চন্দ্রগ্রহণের লাইভ আপডেটসPartial lunar eclipse happening right in South #Florida. #SuperFlowerBloodMoon #Lunareclipse2021 @wsvn @7weather #flwx pic.twitter.com/ZP54loaTmL
— Vivian Gonzalez (@VivianGonzalez7) May 26, 2021
আমেরিকা -র ফ্লোরিযডায় আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই মুহূর্তের ছবি শেয়ার করেছেন৷
গ্রহণ শুরু হওয়া থেকে শেষ হওয়া অবধি ভগবানের মূর্তি স্পর্শ করবেন না, গ্রহণ ঘরের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া উচিত৷ যাতে ভগবানের ওপর গ্রহণের প্রভাব না পরে৷ গ্রহণের সময়ে গর্ভবতী মহিলারা যেন সেই দৃশ্য কোনও ভাবেই না দেখেন৷ পাশাপাশি এই গ্রহণ চলাকালীন কেউ যেন ঘর থেকে বাইরে না বার হন৷
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখে নিন ব্লাড সুপার মুনের ঘটনা৷এবারের চন্দ্রগ্রহণের ভারতীয় সময় দুপুর ২.১৭ তে শুরু হয়েছে৷ চলবে সন্ধ্যা ৭.১৯ অবধি৷ যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সারা রাত সুপার মুন দেখা যাবে৷ এটা পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর অঞ্চল, আমেরিকায় দেখা যাবে৷
খবর অনুযায়ি বুধবার দুপুরে ১.৫৩ এ সুপার মুনের পরিস্থিতি তৈরি হয়েছে৷ এই সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব কমে হবে মাত্র ৩ লক্ষ ৫৭ হাজার ৩০৯ কিলোমিটার৷ চাঁদের এই বিশেষ অবস্থাকে পিরেগি বলা হয়৷
বিশেষ বিষয় যে বুধবারের এই চন্দ্রগ্রহণ উপচ্ছায় চন্দ্রগ্রহণ৷ এই সময়টা সূতক কাল চন্দ্রগ্রহণ৷ এই সময়ে কোনও শুভকার্য হয় না৷
এই চন্দ্রগ্রহণের ব্লাড মুন বলা হয়৷ এই সময় চাঁদের রঙ লাল ও কমলা ধাঁচের দেখতে হয়৷ এই সময় চাঁদের আকারেও বদল আসে৷ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দু বছরে একবার হয়৷ এর আগে পূর্ণগ্রাস ছিল ২০১৯-র ২১ জানুয়ারি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lunar Eclipse