#জয়পুর: করোনা রোগীদের অসুবিধার কারণ মাথায় রেখে রাজস্থানে দীপাবলিতে বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ করোনা সমীক্ষা বৈঠকের সময় মুখ্যমন্ত্রী অশোক গেহলট বাজি বিক্রি ও আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বাজি থেকে যে ধোঁয়া বের হয় তা থেকে কোভিড আক্রান্ত রোগীদের যে শারীরিক সমস্যা হচ্ছে সে দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
মুখ্যমন্ত্রী গেহলট রাজস্থানে বাজি বিক্রি ও আতশবাজির উপর নিষেধাজ্ঞার পাশাপাশি পুরনো যানবাহনের উপরও তদন্তের নির্দেশ দিয়েছে ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা মহামারির মতো এই গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যবাসীকে সুরক্ষিত রাখায় এখন সরকারের মূল উদ্দেশ্য ৷
রবিবার মুখ্যমন্ত্রী ‘নো মাস্ক নো এন্ট্রি’ অভিযানের সমীক্ষা করেছেন ৷ তিনি জানিয়েছেন, বাজির ধোঁয়া থেকে করোনা রোগীর পাশাপাশি হার্টের রোগী ও যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের আরও সমস্যা বাড়ে ৷ বাজি বিক্রির অস্থায়ী লাইসেন্সের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানেও যাতে বাজি না ফাটানো হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে সরকারের তরফে ৷
মুখ্যমন্ত্রী আরও বলেন যে জার্মানি, ইউকে, ফ্রান্স, ইতালি ও স্পেনের মতো দেশে করোনার দ্বিতীয় ওয়েব শুরু হয়ে গিয়েছে ৷ বেশ কিছু দেশে ফের লকডাউন জারি করতে বাধ্য হয়েছে সরকার ৷ দেশে যাতে এরকম পরিস্থিতি না আসে সেই জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷