#নয়া দিল্লি: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
সুষমা স্বরাজের প্রয়ানে শোকপ্রকাশ প্রাক্তন ক্রিকেটার ও সাংসদ (পূর্ব দিল্লি) গৌতম গম্ভীরের। তিনি ট্যুইট করেন, '' সুষমা স্বরাজের প্রয়ানে আমার শোকপ্রকাশের ভাষা নেই। বিজেপির অন্যতম স্তম্ভ ছিলেন, সবার খুব ভালবাসার মানুষ। এই সময়ের সবথেকে স্নেহশীলা, উপকারি রাজনীতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি মানুষের মনে সবসময় অমর হয়ে থাকবে। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।''
I'm beyond aggrieved at the passing away of Smt. #SushmaSwaraj A veteran politician and a pillar of the BJP, she was loved by everyone. She will be remembered as the most endearing & helpful politicians of recent times. My condolences to her family and friends. A huge loss for
মাত্র ৩ ঘণ্টা আগেও শেষ ট্যুইটার পোস্টে কাশ্মীরে ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্তে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন স্বরাজ । এই দিনের জন্য সারা জীবন তিনি অপেক্ষা করেছিলেন, জানিয়েছিলেন স্বরাজ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gautam Gambhir, Sushma Swaraj