#কানপুর: নিজেদের আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে হয়েছে পুলিশকে, জানালেন কানপুরের স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ দীনেশ কুমার । শুক্রবার সকালে স্পেশাল টাস্ক ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে গেলে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল বিকাশ । জানা গিয়েছিল, সে সময় পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে বিকাশ ।
পরে কানপুর পুলিশের তরফে জানানো হয়, উজ্জয়ন থেকে শিবলি নিয়ে আসার সময় গাড়ির মধ্যেই পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়েছিল কানপুরের কুখ্যাত ডন বিকাশ । আত্মরক্ষার্থেই পুলিশ গুলি করে বিকাশকে । দীনেশ কুমার জানান, এর আগে বিকাশের ডেরায় স্পেশাল অপারেশনের সময় ৮ পুলিশকর্মীকে খুনের ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন পুলিশকর্মীরা ।
#WATCH Vikas Dubey attempted to flee by snatching pistol of the injured policemen after car overturned. Police tried to make him surrender, during which he fired at the policemen. He was injured in retaliatory firing by police. He was later rushed to the hospital: SP Kanpur West pic.twitter.com/ZajJVLNGBU
— ANI UP (@ANINewsUP) July 10, 2020
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল সওয়া ৭টা নাগাদ ঘটনাটা ঘটে কানপুরের বাররা থানা এলাকায় । গোটা ঘটনাটা ঘটতে ১০ মিনিট সময় লেগেছে । হঠাৎই স্পেশাল টাস্ক ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে যেতে দেখেন তাঁরা । ওই গাড়িতেই বিকাশ ছিল । একটি পিস্তল থেকে গুলি ছুড়তে ছুড়তে সে ওই গাড়ি থেকে বেরিয়ে আসে । পালানোর চেষ্টা করে ।
Kanpur: One of the vehicles of the convoy of Uttar Pradesh Special Task Force (STF) that was bringing back #VikasDubey from Madhya Pradesh to Kanpur overturns. Police at the spot. More details awaited. pic.twitter.com/ui58XBbd82
— ANI UP (@ANINewsUP) July 10, 2020
পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ৪ পুলিশকর্মীও আহত হন । ইতিমধ্যেই এসটিএফ-এর আরও একটি গাড়ি সেখানে পৌঁছে যায় । পাল্টা গুলি চালানো হয় বিকাশকে লক্ষ্য করে । এতেই ধরাসায়ী হয় গ্যাংস্টার । স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death, Encounter, Gangster Vikas Dubey, Vikas Dubey