corona virus btn
corona virus btn
Loading

গুজরাতের আকাশে দেখা গেল বিরলতম ব্রহ্ম ধনুষ, ২৫০ বছরে যার একবার দেখা মেলে

গুজরাতের আকাশে দেখা গেল বিরলতম ব্রহ্ম ধনুষ, ২৫০ বছরে যার একবার দেখা মেলে

সাত রঙের বিচ্ছ‌ুরণে আসাধারণ দেখতে লাগছে সেই দৃশ্য ৷ আনন্দ নিজেই জানিয়েছেন, এই বলয়কে ব্রহ্ম ধনুষ বলে ৷

  • Share this:

#আহমেদাবাদ: পশ্চিম ভারতে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ রাস্তাঘাট, বাড়ঘর, দোকানপাট সবই সেখানে জলমগ্ন ৷ গুজরাতের রাস্তায় মাঝেমধ্যেই কুমীরের দেখা পাওয়া যাচ্ছে ৷ নদীর জলের সঙ্গে ভেসে লোকালয়ে চলে এসেছে তারা ৷ এ হেন ভয়ঙ্কর পরিস্থিতিতেও অবশ্য প্রকৃতির অসাধারণ সৌন্দর্য চাক্ষুস করার সৌভাগ্য হল গুজরাতবাসীর ৷ হঠাৎ বৃষ্টি ধোয়া আকাশে দেখা গেল ব্রহ্ম ধনুষ ৷ যা নাকি আড়াইশ বছরে একবার দেখা যায় ৷ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা একটি ভিডিও পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে, সূর্যের চারপাশ ঘিরে তৈরি হয়েছে অসাধারণ একটি রামধনু বলয় ৷ সাত রঙের বিচ্ছ‌ুরণে আসাধারণ দেখতে লাগছে সেই দৃশ্য ৷ আনন্দ নিজেই জানিয়েছেন, এই বলয়কে ব্রহ্ম ধনুষ বলে ৷ ৩৬০ ডিগ্রি বিস্ত‌ৃত  রামধনুকে ব্রহ্ম ধনুষ বলা হয় ৷

First published: August 4, 2019, 5:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर