Home /News /national /
পুলওয়ামায় শহিদ বিভূতি ধৌনদিয়ালের স্ত্রী যোগ দিলেন সেনাবাহিনীতে

পুলওয়ামায় শহিদ বিভূতি ধৌনদিয়ালের স্ত্রী যোগ দিলেন সেনাবাহিনীতে

File photo of Major Vibhuti Dhoundial with Nikita.

File photo of Major Vibhuti Dhoundial with Nikita.

স্বামীর কফিন বন্দি দেহকে ছুঁয়ে স্ত্রী নিকিতা কৌল ধৌনদিয়াল কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘আই লভ ইউ...’ ৷

 • Share this:

  #নয়াদিল্লি: পুলওয়ামার ঘটনার পর এক বছর কেটে গিয়েছে ৷ সেনাবাহিনীর কনভয়ে সেই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা কোনওদিনই ভোলার নয় ৷ সেদিনের সেই ঘটনায় শহিদ হয়েছিলেন মেজর বিভূতি ধৌনদিয়ালও ৷ স্বামীর কফিন বন্দি দেহকে ছুঁয়ে স্ত্রী নিকিতা কউল ধৌনদিয়াল কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘আই লভ ইউ...’ ৷ শহিদ জওয়ানের বিধবা স্ত্রী-র কান্না নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকেই।

  শহিদ মেজর বিভূতি শঙ্কর ধৌনদিয়ালের স্ত্রী নিকিতা কউল ধৌনদিয়াল এবার যোগ দিতে চলেছেন সেনাবাহিনীতে। স্বামীর মৃত্যুর পরেই ঠিক করে নিয়েছিলেন সেনাবাহিনীতে তিনি যোগ দেবেন ৷ দেশকে সেবা করার কাজ তিনি করে যাবেন বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিকিতা ৷ তিনি জানান, ‘‘ বিভূর মৃত্যুর খবর পাওয়ার পর প্রথম কিছুদিন নিজের মধ্যেই ছিলাম না ৷ এই ধাক্কা সামলে উঠতে অনেক সময় লেগেছে। তারপর নিজের মনকে বোঝাই, বিভূ তো আমার সঙ্গেই রয়েছে। এখানে থাকলে ও কী সিদ্ধান্ত নিত সেটা ভেবেই বেঁচে থাকার সাহস পাই।’’

  এসএসসি-র লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিয়েছেন নিকিতা। মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছেন। পরীক্ষার ফল ভালই হবে বলে আশা করছেন তিনি।

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Maj Vibhuti Dhoundiyal, Nikita Kaul Dhoundiyal, Vibhuti Dhoundiyal

  পরবর্তী খবর