Home /News /national /
যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে যে যে ধর্মগুরুর !

যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে যে যে ধর্মগুরুর !

সকলেই তারা স্বঘোষিত ধর্মগুরু ৷ মানুষের সেবা করায় তাদের ধর্ম ৷ প্রায় সকলরেই লক্ষ লক্ষ অনুগামী রয়েছে ৷

 • Share this:

  #কলকাতা: সকলেই তারা স্বঘোষিত ধর্মগুরু ৷ মানুষের সেবা করায় তাদের ধর্ম ৷ প্রায় সকলরেই লক্ষ লক্ষ অনুগামী রয়েছে ৷ এরা মানুষের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ত্ব ৷ তারা কোনও খারাপ কাজ করতেই পারেন না ৷ অথচ এঁদের সকলের কখনও না কখনও যৌন কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়েছে ৷ তাদের ভক্তদের এতটা অন্ধ বিশ্বাস যে তারা তা মানতে নারাজ ৷ গতকাল রাম রহিমকে দোষীই সাব্যস্ত করার পর থেকেই উত্তজনা ছড়িয়েছে পঞ্জাব ও হরিয়ানায় ৷ অনুগামীদের উত্তেজনায় স্তব্ধ পঞ্জাব হরিয়ানা সহ একাধিক জায়গা ৷ তবে কেবল রাম রহিম নয় ৷ এর আগে এরকম বেশ কয়েকজন স্বঘোষিত ধর্মগুরু যাদের বিরুদ্ধে একাধিত কুকীর্তি অভিযোগ উঠেছে ৷

  ১. আসারাম বাপু- অত্যন্ত জনপ্রয়ি এই বাবার বিরুদ্ধেও রয়েছে যৌন কেলেঙ্কারির অভিযোগ ৷ ২০১৩ সালে তার কুকীর্তির কথা সামনে আসে ৷ এখন তিনি জেলেই রয়েছেন ৷

  ২. স্বামী নিত্যানন্দ- ইনিও স্বঘোষিত ধর্মগুরু ৷ আপত্তিজনক অবস্থায় এক অভিনেত্রীর সঙ্গে তাকে দেখা যায় ৷ টিভিতে সেই দৃশ্য আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

  ৩. স্বামী ওম- বিগ বসে অংশগ্রহণ করার পর থেকেই তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন ৷ তারও একটি ভিডিও ভাইরাল হয়ে যায় ৷ এমনকী নিজের আচরণের জন্য মারধরও খেতে হয়েছে তাকে ৷

  ৪. রাধে মা- কেবল বাবারা নন ৷ ধর্মীয় প্রচারের আড়ালে তিনি আদতে মধু চক্র চালানোর অভিযোগ উঠেছে রাধে মার বিরুদ্ধে ৷

  First published:

  Tags: Bengali News, Gurmeet Ram Rahim, Op 5 controversial 'Gurus' of India, Radhe Maa

  পরবর্তী খবর