#আগ্রা: এবার থেকে চাইলেই আর অনন্ত সময় ধরে প্রেম সৌধ তাজের সৌন্দর্য উপভোগ করা যাবে না। ভারতের অন্যতম বিখ্যাত স্মৃতি সৌধ ঘুরে দেখার জন্য সময় বেঁধে দিল আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া । পয়লা এপ্রিল থেকে নির্ধারিত তিন ঘণ্টার বেশি পর্যটকেরা থাকতে পারবেন না তাজমহল চত্বরে ।
আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তাজমহলের টিকিটেই পর্যটকদের প্রবেশ ও বেরনোর সময়ের উল্লেখ থাকবে। নির্ধারিত তিন ঘণ্টার বেশি কেউ তাজমহলে থাকতে চাইলে তাঁকে অতিরিক্ত চার্জ দিতে হবে। অনলাইনে টিকিট কাটলেও প্রবেশের সময়ই পর্যটকদের টিকিটের গায়ে সময় লিখে দেওয়া হবে।
তাজমহল দর্শনের সময়ই নয়, সম্প্রতি তাজমহলের টিকিটের প্রবেশ মূল্য বাড়ানোরও কথা হয়। কিন্তু সেই সংক্রান্ত কোনও নোটিশ এখনও আর্কিওলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া জারি করেনি বলে জানিয়েছেন সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট ভুবনবিক্রম সিং।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: History Of Taj Mahal, Taj Mahal, Tourists can stay at Taj Mahal only for 3 hours