• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ছেলের বদলে মেয়ে! রাগে ছোট্ট নাতনির গোপনাঙ্গ পুড়িয়ে দিল ঠাকুমা

ছেলের বদলে মেয়ে! রাগে ছোট্ট নাতনির গোপনাঙ্গ পুড়িয়ে দিল ঠাকুমা

Representational Image

Representational Image

ছেলের বদলে মেয়ে! রাগে ছোট্ট নাতনির গোপনাঙ্গ পুড়িয়ে দিল ঠাকুমা

 • Share this:

  #চণ্ডীগড়: প্রতিবারই নাতির কামনা করেন, কিন্তু ঘরে আসে নাতনি ৷ বংশ এগিয়ে নিয়ে যাওয়ার এরপর আর কেউ থাকবে না, এই ক্ষোভে ও হতাশায় প্রবল আক্রমণাত্মক হয়ে এক চরম পদক্ষেপ নিলেন প্রবীণা ৷

  হতাশায় ক্ষোভে মেয়ে হওয়ার অপরাধে নিজেরই নাতনির গোপানাঙ্গ পুড়িয়ে দিলেন ঠাকুমা ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার সিরসা জেলার ডিং শহরে ৷ ঘটনাটি দিন কয়েক আগে ঘটলেও শিশু সুরক্ষা কমিটির প্রচেষ্টাতেই সামনে এল এই ঘটনা ৷ দায়ের হল অভিযোগ ৷

  বংশে নাতি নেই এই আপশোষে দীর্ঘদিন ধরে ক্ষোভে হতাশায় ভুগছিলেন অভিযুক্তা প্রৌঢ়া ৷ তিন-তিনবার পুত্র সন্তানের আশায় বুক বাঁধলেও ঘরে আসে কন্যা ৷ এই রাগে দীর্ঘদিন ধরে নাতনিদের ক্ষতি করার অভিপ্রায় মনের মধ্যে পুষে রেখেছিলেন প্রবীণা ৷ সুযোগ পেয়ে চার বছর বয়সী ছোট্ট শিশু কন্যাটির উপর ফলালেন নিজের রাগ ৷ লোহার চিমটে গরম করে ছোট শিশুটির গোপানাঙ্গে চেপে ধরেন প্রবীণা ৷ জানা গিয়েছে, যন্ত্রণায় ছটফট করতে করতে শিশুটি অজ্ঞান না হওয়া অবধি তাঁর গোপনাঙ্গ গরম চিমটে ধরে রেখেছিল তাঁর ঠাকুমা ৷

  এমন ঘটনা লুকিয়েই রাখতে চেয়েছিল শিশুটির পরিবার ৷ খবর পেয়ে সিরসায় গিয়ে শিশু সুরক্ষা কমিটি অসুস্থ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ৷ শিশু সুরক্ষা কমিটির আধিকারিকরা জানিয়েছেন, এই প্রথম নয়, ওই পরিবারের অন্য সদস্যরাও কন্যা সন্তান হওয়ার কারণে শিশুটির উপর শারীরিক নির্যাতন চালাত ৷

  দেশের কন্যা সন্তানদের সুরক্ষার জন্য সরকারের একের পর এক প্রকল্প ৷ মোদির বেটি বাঁচাও, বেটি পড়াও কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের বিপুল সাফল্যের পরও দেশের বিভিন্ন কোনায় এমন ঘটনার ভুরি ভুরি উদাহরণ মেলে, যেখানে শুধু মাত্র কন্যা সন্তান হওয়াটাই অপরাধ ৷

  First published: