হোম /খবর /দেশ /
পেরেন্ট-টিচার মিটিং ব্যস্ত মা, ৪ বছরের মেয়েকে তখন রেপ করল স্কুল বাস কন্ডাক্টর!

পেরেন্ট-টিচার মিটিংয়ে ব্যস্ত মা, ৪ বছরের মেয়েকে তখন রেপ করল স্কুল বাস কন্ডাক্টর!

News18 Creative

News18 Creative

২৭ বছরের এক যুবক, পেশায় স্কুল বাসের হেল্পার-কাম-কন্ডাক্টর একটি ৪ বছরের শিশু (ওই স্কুলেরই ছাত্রী)-কে চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যায় একটি পার্কে৷ সেখানে বাচ্চাটির সঙ্গে খানিক ক্ষণ খেলাও করে সে৷

  • Last Updated :
  • Share this:

    #চণ্ডীগড়: পেরেন্ট-টিচার মিটিং চলছিল স্কুলে৷ মায়ের হাত ধরে গিয়েছিল বছর চারের মেয়েটি৷ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মা যখন মেয়ের পড়াশোনা নিয়ে আলোচনায় ব্যস্ত, সেই সময়ই স্কুলের এক হেল্পার-কন্ডাক্টরের বিকৃত যৌন লালসার শিকার হল বাচ্চা মেয়েটি৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের সাঙ্গরুর জেলার ধুরি শহরে একটি বেসরকারি স্কুলে৷ ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে৷ স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন মা-বাবারা৷

    পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে ওই স্কুলে পেরেন্ট-টিচার মিটিং চলছিল৷ ২৭ বছরের এক যুবক, পেশায় স্কুল বাসের হেল্পার-কাম-কন্ডাক্টর একটি ৪ বছরের শিশু (ওই স্কুলেরই ছাত্রী)-কে চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যায় একটি পার্কে৷ সেখানে বাচ্চাটির সঙ্গে খানিক ক্ষণ খেলাও করে সে৷ তারপরই স্কুলের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে৷ বাড়ি ফিরে শিশুটি মাকে জানায়, তার তলপেটে ব্যথা করছে৷ রবিবারও খুব ব্যথা হয়৷ মা বারবার জিগ্গেস করাতেই মুখ খোলে খুদে৷ মা-কে স্কুলের ঘটনা সে জানায়৷ শিশুটির অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷

    শিশুটিকে হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার জানান, শিশুটির যৌনাঙ্গে ক্ষত তৈরি হয়েছে৷ একাধিক বার ধর্ষণ করা হয়েছে বলেও জানিয়েছেন ডাক্তাররা৷ ধর্ষণের খবর প্রকাশ্যে আসতেই তীব্র অশান্তি শুরু হয়েছে ধুরিতে৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিভাবকদের দাবি, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে৷

    First published:

    Tags: Child Abuse, Punjab Private School, Rape