#তিরুঅনন্তপুরম: ভোট চলাকালীন মোট ৪ জনের মৃত্যু হল কেরলে৷ কুন্নুর ও পতনমতিত্থায় ৪ জনের মৃত্যু হয়৷ ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে ৪ জনের৷ কুন্নুরে মৃত্যু হল বিজয় (৬৫) ও চাকো মাথাই (৬৬)-এর মৃত্যু হয়েছে পতনমতিত্থায়৷ এ ছাড়াও কোল্লাম ও এর্নাকুলামে মৃত্যু হয়েছে ২ জনের৷
৪ জনেরই মৃত্যু হয়েছে ভোটের লাইনে দাঁড়িয়ে৷ আলাপ্পুঝায় একটি পোলিং স্টেশনে প্রাণুকুমার নামে এক পোলিং অফিসার বুথেই অসুস্থ হয়ে পড়েন৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অন্যদিকে অসমের গোয়ালপাড়া জেলায় বুথে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধা৷ তাঁর নাম কুনান নাথ৷ রংজুলি গ্রামের বাসিন্দা৷
ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাত্ অজ্ঞান হয়ে যান তিনি৷ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন৷ অসমে ভোটের লাইনে আরও ২ মহিলা অসুস্থ হয়ে পড়েছেন৷ ঘটনাটি গোয়ালপাড়ার তাইপোলাই গ্রামের৷ দেশের ১১৬টি আসনে মঙ্গলবার ভোটগ্রহণ চলছে৷ তার মধ্যে অসমে ৪টি আসনে ভোট হচ্ছে৷
আরও ভিডিও: ভোট দিতে যাওয়ার আগে মাজারে গিয়ে প্রার্থনা করলেন মৌসম বেনজির নুর