#শাজাপুর: অক্সিজেনের অভাবে ছটফট করছিলেন চারজন । বাঁচানোর বহু চেষ্টা করা হয় । কিন্তু শেষরক্ষা হয়নি । দমবন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আটকে পড়া চারজনই । মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের শাজাপুরে ।
স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মধ্যপ্রদেশের বিজনোর খাদি গ্রামে ৭০ ফুট গভীয় কুয়ো খননের কাজ চলছিল । সেখানেই কোনওক্রমে কুয়োর মধ্যে পড়ে গিয়ে আটকে যান তিন মহিলা-সহ চার শ্রমিক । এলাকায় যাঁরা ছিলেন তাঁরা তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে খবর দেন । যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ । কিন্তু উদ্ধারকাজ শুরুর প্রথম অবস্থাতেই উদ্ধারকারীরা প্রচুর মাটি দেখতে পান কুয়োর নিচে । তখনই অবশ্য আশঙ্কা ছিল, শ্রমিকদের বাঁচানো একপ্রকার অসম্ভব । তারপরেও চলে তাঁদের বাঁচানোর প্রক্রিয়া । কিন্তু ১৬ ঘণ্টা পর ব্যর্থ হয় সব চেষ্টা ।
বুধবার সকালে চার শ্রমিকের মৃতদেহ কুয়ো থেকে বার করে আনেন উদ্ধারকারী দলের সদস্যরা । এরপর তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । জেলার কালেক্টর দীনেশ জৈন বলেন, "এখন থেকে বেসরকারি সব ক্ষেত্রেও কুয়ো খননের কাজ পর্যবেক্ষণ করবেন সরকারী ইঞ্জিনিয়র ।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।