• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • নাগপুরের বেসরকারি হাসপাতালে আগুন, মৃত অন্তত ৪! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নাগপুরের বেসরকারি হাসপাতালে আগুন, মৃত অন্তত ৪! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নাগপুরের এই হাসপাতালেই আগুন লাগে৷

নাগপুরের এই হাসপাতালেই আগুন লাগে৷

দমকল কর্মীদের অনুমান, হাসপাতালের তিন তলায় আইসিইউ থেকেই আগুন ছড়িয়েছে৷

 • Share this:

  #নাগপুর: নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল চার জনের৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন৷ শুক্রবার রাত ৮.১০ মিনিট নাগাদ নাগপুরের ওই বেসরকারি হাসপাতালে আগুন লাগে৷ নাগপুরের ওয়াডি এলাকায় অবস্থিত এই বেসরকারি হাসপাতালটি৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

  দমকল কর্মীদের অনুমান, হাসপাতালের তিন তলায় আইসিইউ থেকেই আগুন ছড়িয়েছে৷ তবে আগুন তিন তলাতেই সীমাবদ্ধ থাকায় আরও বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে৷ ঘটনার সময় তৃতীয় তলে মোট দশজন রোগী ছিলেন৷ তাঁদের মধ্যে ছ' জন নিজেরাই আগুন লাগার পর নীচে নেমে আসেন৷ বাকি চার জনকে উদ্ধার করে দমকল কর্মীরা৷

  গত মাসেই মুম্বাইয়ের একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে ৯ জন রোগীর মৃত্যু হয়েছিল৷ শুক্রবারও প্রথমে দাবি করা হচ্ছিল, নাগপুরের হাসপাতালটিতেও কোভিড রোগীরাই ভর্তি আছেন৷ পরে জানা যায় সেটি কোভিড হাসপাতাল নয়৷

  Published by:Debamoy Ghosh
  First published: