Home /News /national /
Kalyan Singh Passes Away: প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Kalyan Singh Passes Away: প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

কল্যাণ সিং (৫ জানুয়ারি, ১৯৩২- ২১ অগাস্ট, ২০২১)৷

কল্যাণ সিং (৫ জানুয়ারি, ১৯৩২- ২১ অগাস্ট, ২০২১)৷

প্রবীণ এই বিজেপি নেতা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি রাজস্থান এবং হিমাচল প্রদেশের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন (Kalyan Singh Passes Away)৷

  • Last Updated :
  • Share this:

#লখনউ: গত কয়েকদিন ধরেই তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল৷ শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং৷ লখনউয়ের এসজিপিজিআই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর৷ প্রায় দু' মাস ধরে অসুস্থ ছিলেন তিনি৷

প্রবীণ এই বিজেপি নেতা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি রাজস্থান এবং হিমাচল প্রদেশের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন৷ দু' বার লোকসভার সাংসদও নির্বাচিত হন তিনি৷ কল্যাণ সিংয়ের মৃত্যুর খবর পেয়ে গোরখপুর সফর স্থগিত করে দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

কল্যাণ সিং-এর মৃত্যুর খবরে শোকস্তব্ধ নরেন্দ্র মোদি ট্যুইটারে লিখেছেন, 'শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি৷ কল্যাণ সিংজি একজন রাষ্ট্রনেতা, প্রবীণ প্রশাসক, তৃণমূল স্তরের নেতা এবং অসাধারণ একজন মানুষ৷ উত্তর প্রদেশের উন্নয়নে তাঁর ভূমিকা অতুলনীয়৷ তাঁর ছেলে রাজভীর সিংয়ের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি৷ ওম শান্তি৷' প্রধানমন্ত্রী আরও লিখেছেন, 'ভারতের সংস্কৃতিকে পুনর্জাগরিত করতে তাঁর অবদানের জন্য ভবিষ্যৎ প্রজন্ম কল্যাণ সিং-এর কাছে কৃতজ্ঞ থাকবে৷ ভারতীয় মূল্যবোধ তাঁর মধ্যে দৃঢ় ভাবে গেঁথে ছিল৷ শতাব্দী প্রাচীন ঐতিহ্য নিয়ে গর্ব বোধ করতেন তিনি৷ সমাজের প্রান্তিক শ্রেণির কোটি কোটি মানুষের স্বরকে তুলে ধরেছিলেন তিনি৷ কৃষক, যুব প্রজন্ম এবং মহিলাদের ক্ষমতায়ণে অসংখ্য উদ্যোগ নিয়েছিলেন তিনি৷'

গত ২১ জুন অসুস্থ হয়ে পড়েছিলেন কল্যাণ সিং৷ প্রথমে তাঁকে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে তাঁকে সঞ্জয় গান্ধি পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা হাসপাতালে গিয়ে অসুস্থ কল্যাণ সিং-কে দেখে এসেছিলেন৷ শুক্রবারই তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

২৪ জুন, ১৯৯১ থেকে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফায় উত্তর প্রদেশের মু্খ্যমন্ত্রীর দায়িত্ব সামলান কল্যাণ সিং৷ তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটে৷ দ্বিতীয় দফায় ১৯৯৭ সালের ২১ সেপ্টেম্বর ফের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হন কল্যাণ সিং৷ ১৯৯৯ সালের ১২ নভেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি৷

Published by:Debamoy Ghosh
First published: