Home /News /national /
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ অমর সিং

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ অমর সিং

প্রয়াত প্রাক্তন সমাদবাদী নেতা অমর সিং।

প্রয়াত প্রাক্তন সমাদবাদী নেতা অমর সিং।

শনিবার দুপুরেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর পরিবারকে মৃত্যু সংবাদ জানিয়ে দেন।

 • Share this:

  #সিঙ্গাপুর: ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন সমাজবাদী নেতা অমর সিং। গত সাত মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার দুপুরেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর পরিবারকে মৃত্যু সংবাদ জানিয়ে দেন।

  ২০১৩ সাল অমর সিংয়ের কিডনি বিকল হয়। তার পর থেকেই তিনি সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ছিলেন। কিডনি প্রতিস্থাপনও হয় এই মাউন্ট এলিজাবথ হাসপাতালেই।

  তাঁর মৃত্যুতে এদিন শোক জ্ঞাপন করেছেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজ্যসভার সাংসদ সুব্রমন্যম স্বামী।

  দীর্ঘ সময় সমাজবাদী পার্টির সাধারণ সভাপতি ছিলেন অমর সিং। ২১ শতকের প্রথম দশকে দেশের প্রথম সারির নেতাদের মধ্যেই ছিলেন তিনি। দলের মাথা মুলায়ম সিং যাদবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রাজনৈতিক মহলে সুবিদিত ছিল। ২০১০ সালে দিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেন। দল থেকেও বহিস্কার করা হয় তাঁকে।

  Published by:Arka Deb
  First published:

  পরবর্তী খবর