• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে।

হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে।

দিল্লির এইসম হাসপাতালে কার্ডিও বিভাগে তিনি এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণাধীন রয়েছেন।

 • Share this:

  #নয়াদিল্লি: অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এদিন সন্ধেয় তিনি হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। দিল্লির এইমস (AIMS) হাসপাতালে কার্ডিও বিভাগে তিনি এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণাধীন রয়েছেন।

  গত পরশুও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। কোনও শারিরীক সমস্যা ছিল না। সূত্রের খবর, রবিবার সন্ধেতে তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন। রাত ৮.৪০ নাগাদ তাঁকে হাসপতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে এইমস-এর স্বনামধন্য় হৃদরোগ বিশেষজ্ঞ নীতিশ নায়েকের অধীনে ভর্তি রয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী। আশার কথা,০ তাঁকে আইসিউ-তে নেওয়া হয়নি।

  এইএমস সূত্রে খবর, প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্বাসকষ্টজনিত সমস্যাও রয়েছে। অতীতে তাঁর হার্ট সার্জারিও হয়েছে। তিনি কী ওষুধ খেতেন, শারীরিক অবস্থা ঠিক কেমন ছিল খতিয়ে দেখছেন এইমস-এর চিকিৎসকদের দল।

  Published by:Arka Deb
  First published: