#নয়াদিল্লি: ইভিএম কারচুপি ও অপব্যবহারের নানা অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বললেন, প্রাতিষ্ঠানিক ন্যায়পরায়ণতাকে সুনিশ্চিত করার দায় বর্তায় নির্বাচন কমিশনের উপরেই৷ এই সব আলোচনা, জল্পনার অবকাশ যেন না-রাখে কমিশন৷
Please read my statement below.#CitizenMukherjee pic.twitter.com/UFXkbv06Ol
— Pranab Mukherjee (@CitiznMukherjee) May 21, 2019
প্রণব মুখোপাধ্যায় ট্যুইটারে লেখেন, 'জনগণের রায়ের উপর কারচুপির নানা রিপোর্টে আমি চিন্তিত৷ ইভিএম-এর সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ ভাবে নির্বাচন কমিশনের৷ জনগণের রায় অলঙ্ঘনীয়৷ বিন্দুমাত্র সন্দেহের ঊর্ধ্বে৷ জনাদেশ হল পবিত্র৷ দেশের প্রতিষ্ঠানের প্রতি দৃঢ় বিশ্বাসী একজন হিসেবে আমার মত হল, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কী ভাবে কাজ করবে তা নির্ভর করে কারিগরদের উপর।'
দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্ট্রংরুমে ইভিএম কারচুপির যে সব অভিযোগ আসছে, নির্বাচন কমিশনের উচিত, তা খতিয়ে দেখা ও অবিলম্বে ব্যবস্থা নেওয়া৷
সোমবারই প্রাক্তন রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের প্রশংসা করে বলেন, 'সংবিধানের ৩২৪ অনুচ্ছেদে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের ভোট পরিচালনা, নির্দেশ ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। আর কোনও অনুচ্ছেদে কোনও প্রতিষ্ঠানকে কোনও প্রক্রিয়া পরিচালনা, নির্দেশ ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়নি। এমনকি প্রধানমন্ত্রীর প্রসঙ্গেও সংবিধানের ৭৪ অনুচ্ছেদে শুধু সহজ কথায় বলা রয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ থাকবে রাষ্ট্রপতিকে সাহায্য করা ও পরামর্শ দেওয়ার জন্য। সেখানেও পরিচালনা, নির্দেশ, নিয়ন্ত্রণের মতো শব্দ নেই। যদি সংবিধান পরিষদে ৩২৪ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক দেখা যায়, তা হলে দেখা যাবে বি আর আম্বেদকর এর ব্যাখ্যা করেছেন।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commission, EVM, Pranab Mukherjee