Home /News /national /
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

প্রণববাবু অবশ্য ১৩ সংখ্যাটিকে অশুভ মানতে নারাজ ছিলেন৷ ১৩ নম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের আগে তাঁর জীবনে ১৩-র শুভ যোগ নিয়ে যুক্তি দিয়ে তিনি বলেছিলেন, 'হিন্দু শাস্ত্র মতে আসলে ১৩ সংখ্যাটি শুভ, কারণ এর অর্থ ত্রয়োদশী৷ যদি এই দিনটিতে কেউ কোনও কাজ করেন, তাহলে তাঁর ফল শুভ, ইতিবাচক হয়৷'

প্রণববাবু অবশ্য ১৩ সংখ্যাটিকে অশুভ মানতে নারাজ ছিলেন৷ ১৩ নম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের আগে তাঁর জীবনে ১৩-র শুভ যোগ নিয়ে যুক্তি দিয়ে তিনি বলেছিলেন, 'হিন্দু শাস্ত্র মতে আসলে ১৩ সংখ্যাটি শুভ, কারণ এর অর্থ ত্রয়োদশী৷ যদি এই দিনটিতে কেউ কোনও কাজ করেন, তাহলে তাঁর ফল শুভ, ইতিবাচক হয়৷'

ভারতীয় রাজনীতির একটি বিরাট অধ্যায়ের অবসান হল৷ আজ অর্থাত্‍ সোমবার দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

 • Share this:

  #নয়াদিল্লি: প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বয়স হয়েছিল ৮৪ বছর৷ ভারতীয় রাজনীতির একটি বিরাট অধ্যায়ের অবসান হল৷ আজ অর্থাত্‍ সোমবার দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

  বাথরুমে পড়ে ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়৷অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে৷ প্রণববাবুর অস্ত্রোপচার হয়৷ মাথায় জমাট বাঁধা রক্ত বের করা হয়৷ রাতেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়৷ হাসপাতালে ভর্তির আগেও প্রণববাবু ট্যুইট করে জানান, তাঁর করোনা পজিটিভ৷

  ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ সে বছর জুলাইয়ে আর রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চাননি তিনি৷ বরং রাজনীতি থেকে অবসর নেন৷

  প্রণববাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তিনি ২০ মিনিট হাসপাতালে ছিলেন৷

  ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়৷ ১৯৯৭ সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন৷ ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি৷

  Published by:Arindam Gupta
  First published:

  Tags: Pranab Mukherjee

  পরবর্তী খবর