#নয়াদিল্লি: অবশেষে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রবিবার রাতে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ, মঙ্গলবার তাঁর সমস্ত শারীরিক দিক খতিয়ে দেখেই চিকিৎসকরা তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।রবিবার সন্ধে নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট ও বুকে ব্যথার উপসর্গ দেখে পরিবার থেকে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এইমস-এর বিশিষ্ট চিকিৎসক নীতিশ নায়েকের অধীনে তাঁকে ভর্তি করা হয়।
ক্রমে তাঁর স্বাস্থ্যে উন্নতি হতে থাকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর অতীতে একবার হার্ট সার্জারি হওয়ায় চিকিৎসকরা সামান্য উদ্বিগ্ন ছিলেন। কিন্তু তিনি চিকিৎসায় ভাল সাড়া দেওয়ায় চিকিৎসকরা আজ থাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Manmohan Singh