#নয়াদিল্লি: প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি শুক্রবার সকাল ১১:০০ দিল্লির এআইএমসে ভর্তি হয়েছেন ৷ কার্ডিয়াক সমস্যায় আক্রান্ত হয়েই তিনি AIIMS-এ ভর্তি হয়েছেন বলেই সূত্রের খবর ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন পৌঁছলেন AIIMS-এ ৷
অরুণ জেটলি এর আগে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন ৷ কিডনির সমস্যা ছাড়াও বেশ কিছু সংক্রমণে দিনের পর দিন অসুস্থ ছিলেন ৷
অরুণ জেটলি ২০১৪ সালে তাঁর ভেরিএয়িক অস্ত্রোপচার হয়েছিল ৷ বেশ কিছু দীর্ঘ সময় ধরে মধুমেহ রোগে ভুগছিলেন ৷ ওজন বাড়ার সমসার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল ৷ এই অস্ত্রোপচারটি ম্যাক্স হাসপাতালে হয়েছিল ৷ কিছু বছর আগে হার্টের অস্ত্রোপচার হয়েছিল ৷