#নয়াদিল্লি: প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । অসুস্থতার কারণে তিনি সপ্তদশ লোকসভা নির্বাচনে লড়েন নি । দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি । আজ তাঁর অবস্থার অবনতি হওয়ায় নয়াদিল্লির AIIMS এ ভর্তি করা হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর ।
মাত্র ৩ ঘণ্টা আগেও শেষ ট্যুইটার পোস্টে কাশ্মীরে ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্তে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন স্বরাজ । এই দিনের জন্য সারা জীবন তিনি অপেক্ষা করেছিলেন, জানিয়েছিলেন স্বরাজ । স্বরাজের প্রয়াত হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করেছে কংগ্রেস ।২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন স্বরাজ ।We are saddened to hear about the untimely demise of Smt Sushma Swaraj. Our condolences to her family and loved ones. pic.twitter.com/T9wg739c8i
— Congress (@INCIndia) August 6, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi, Sushma Swaraj