#রায়পুর: হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। শনিবার তাঁকে হার্ট অ্যাটাকের কারণে ভর্তি করা হয়েছে রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে। দুপুরে হাসপাতালের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, আগের থেকে সামান্য হলেও ভাল আছে তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। চিকিৎসক এও জানিয়েছেন যে বড়সড় হার্ট অ্যাটাক হয়েছে অজিত যোগীর।
হাসপাতালে রয়েছে অজিত যোগীর স্ত্রী রেনু যোগী ও তাঁর ছেলে অমিত যোগী। অমিত জানিয়েছেন, চিকিৎসকরা আপাতত ৪৮ ঘণ্টা অজিত যোগীকে কড়া নজরে রাখতে চেয়েছেন। তারপর চিকিৎসকদের পরামর্শ নিয়ে অজিত যোগীকে অন্য কোথাও স্থানান্তর করার বিষয়টি ঠিক করবে তাঁর পরিবার।
ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে একজন অজিত যোগীর শারীরিক অবস্থার খবর নিতে এদিন ছত্তীসগড়ের মু্খ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও অন্যান্য নেতারা তাঁর পরিবারের লোকেদের ফোন করেন বলেও জানা গিয়েছে। নিজের বাড়িতেই শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েছিলেন যোগী। সেই কারণেই তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajityogi, Ajityogihospitalised, Chittasgarhformerchiefminister